নিজস্ব সংবাদদাতা : করোনার কারণে অন্যান্য সকল পূজা-উত্সবের মতো কালীপূজা উত্সবের আনন্দেও কাটছাঁট হয়েছে। তবে ভক্তের ভক্তি ঠেকায় কে। তাই দীপান্বিতা অমাবস্যার দিন সকাল থেকেই দক্ষিণেশ্বরের কালী মন্দিরে একে একে ভিড় জমাচ্ছেন ভক্তরা। মন্দির কর্তৃপক্ষের তরফ থেকেও তাই সামাজিক দূরত্ব বিধি বজায় রেখে সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন করার সকল প্রকার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে অন্যান্য বারের তুলনায় এবার ভিড় কিছুটা কম। সমস্ত রকম স্বাস্থ্যবিধি মানছেন আগতরা। সচেতন রয়েছেন নিজেরাই। যাতে কোনও অশান্তি না হয় সেজন্য তত্পর রয়েছে পুলিশ এবং নিরাপত্তারক্ষীরাও। থার্মাল স্ক্রিনিং করে, স্যানিটাইজ গেটের মধ্যে দিয়ে ঢোকানো হচ্ছে ভক্তদের। মাস্ক পরা সকলের ক্ষেত্রেই বাধ্যতামূলক। সামাজিক দূরত্ববিধি মেনেই পুজো দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছেন দর্শনার্থীরা। স্বাস্থ্যবিধি মানছেন মন্দিরের সেবায়েতরাও। সকলের মুখেই রয়েছে মাস্ক। শরীরের তাপমাত্রা মাপা হয়েছে সকলের। পিপিই পরে দীপান্বিতা অমাবস্যার পুজোর আয়োজনে ব্যস্ত রয়েছেন পুরোহিতরা। প্রসাদ বিতরণের সময় তাঁকে প্রত্যেক দর্শনার্থীর কাছে যেতে হচ্ছে, তাই এই সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।করোনার জন্য এবছর বহিরাগতদের মন্দিরের গর্ভগৃহে প্রবেশ নিষিদ্ধ। ভিভিআইপি, ভিআইপি যেই হোন না কেন সকলের ক্ষেত্রে একই নিয়ম।দর্শনার্থীরা মন্দির প্রাঙ্গণে কোনরকম ফুল-বেলপাতা অথবা ধুপকাঠি নিয়ে প্রবেশ করতে পারবেন না।
New Hopes New Visions
More Stories
অভিনব উদ্যোগ পৌরমাতা ইতু চক্রবর্তীর
দেবাশীষ কুমারকে পেয়ে অন্ধকারে আলোর দিশা পেলেন কাউন্সেলররা
বাঁকুড়ার খাদি মেলার আজ শেষ দিন