নিজস্ব সংবাদদাতা : দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন অমিত শাহ। তাঁর সঙ্গে ছিলেন মুকুল রায়, দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়, বাবুল সুপ্রিয়, অনুপম হাজরা–সহ আরও অনেকে। শাহকে অভ্যর্থনা জানাতে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয় গোটা মন্দির চত্বর। নিরাপত্তার স্বার্থে আপাতত দক্ষিণেশ্বরে বন্ধ ছিল দর্শনার্থীদের প্রবেশ।এদিন বাঙালি বেশে অমিত শাহকে স্বাগত জানাতে প্রস্তুত ছিলেন অগ্নিমিত্রা পাল–সহ বিজেপি মহিলা মোর্চার সদস্যরা। নিউটাউনের হোটেল থেকে দক্ষিণেশ্বর মন্দিরে যান অমিত শাহ। দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাঁকুড়া সফরের পরেই পুরুলিয়া এবং ঝাড়গ্রাম থেকে সরে যাচ্ছে সিআরপিএফের দুই ব্যাটালিয়নের মোট ১৪ কোম্পানি জওয়ান ।পুজো দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অমিত শাহ বলেন, ‘বাংলা ভক্তি আন্দোলনের পীঠস্থান। মহান মণীষীদের জন্ম এই পূন্যভূমিতে। বাংলা সেই হারানো গৌরব ফিরে পাক সেই প্রার্থনাই তিনি ভবতারিণীর কাছে জানিয়েছেন। বাংলাবাসীকে বলব একজোট হয়ে দায়িত্ব পালন করুন। মা কালীর কাছে গোটা দেশ তথা বাংলার মঙ্গল কামনা করেছি। মোদির নেতৃত্বে দেশ এক নম্বরে পৌঁছক তাই চাই।’দক্ষিণেশ্বরে ভবতারিনীর মন্দিরে পুজো দিয়ে বেশ কিছুক্ষণ সময় কাটান অমিত শাহ। সেখান থেকে বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তৃণমূল কংগ্রেসকে খোঁচা দিয়ে অমিত শাহ বলেন, ‘এখানে তোষণের রাজনীতি চলছে। হারানো গৌরব ফিরিয়ে আনব’।
Report by Rahul Gupta
Reported on – 06/11/2020
New Hopes New Visions
More Stories
অভিনব উদ্যোগ পৌরমাতা ইতু চক্রবর্তীর
দেবাশীষ কুমারকে পেয়ে অন্ধকারে আলোর দিশা পেলেন কাউন্সেলররা
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে