নিজস্ব সংবাদদাতা : কুকুর বা বিড়াল, পোষ্য হিসেবে থাকতে থাকতে পরিবারের সদস্যদের মতোই হয়ে যায়। ফলে পরিবারের অংশ হিসেবে অনেকেই চান, তাঁদের পোষ্যের শেষকৃত্যও সম্পন্ন হোক নিয়ম মেনে। সেই কথা মাথায় রেখে দক্ষিণ দিল্লি পুরসভা তৈরি করতে চলেছে শ্মশান। যেখানে পোষ্যের দেহ পোড়ানোর পর ১৫ দিন পর্যন্ত তার ছাই সংরক্ষণ করার ব্যবস্থা করা হচ্ছে। যাতে সম্পূর্ণ নিয়ম মেনে শেষকৃত্য সম্পন্ন করতে পারে তার পরিবার।দিল্লির দ্বারকা এলাকায় ৭০০ বর্গ মিটার জায়গা জুড়ে এই শ্মশান তৈরি করা হবে।এই প্রজেক্ট নিয়ে ইতিমধ্যেই তত্পরতা শুরু হয়ে গিয়েছে পুরসভায়। দ্রুত এর কাজ শুরু হবে জানা গিয়েছে। দক্ষিণ দিল্লি পুরসভার এক আধিকারিক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাত্কারে জানান, পোষ্য মারা গেলে কষ্ট কম হয় না। পরিবারের কেউ চলে গেলে যে কষ্টটা হয়, এ ক্ষেত্রেও তাই হয়। ফলে তাদের শেষকৃত্যও যাতে নিয়ম মেনে হয়, তাই এই ব্যবস্থা। শুধু শ্মশানই নয়, শ্মশানে পুরোহিত রাখার ব্যবস্থাও করা হচ্ছে, রীতি মেনে যাতে পোষ্যকে বিদায় জানাতে পারে তার পরিবার।পৌরসভার তরফে জানানো হয়েছে, ৩০ কেজি পর্যন্ত কুকুরের শেষকৃত্যের জন্য এখানে ২০০০ টাকা লাগবে। আর তার বেশি ওজনের হলে ৩০০০ টাকা। তবে, এই চার্জ শুধুমাত্র পোষ্যদের জন্যই প্রযোজ্য। রাস্তার কুকুরদের বিনামূল্যেই এখানে শেষকৃত্য সম্পন্ন হবে। পোষ্যদের ক্ষেত্রে দক্ষিণ দিল্লির বাইরে থেকেও এনে কাজ করা যাবে। কিন্তু রাস্তার কুকুর-বিড়ালদের ক্ষেত্রে দক্ষিণ দিল্লির বাইরে থেকে এনে শেষকৃত্যের কাজ করতে গেলে ৫০০ টাকা করে খরচ ধার্য করা হবে।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল