নিজস্ব সংবাদদাতা : গত ১৫ অক্টোবর সরকারি নির্দেশ মেনে রাজ্যে সিনেমা হল খুলেছিল। পুজোয় কিছু দর্শককে দেখা গেছিল হলমুখো হতে, তবে পুজো কাটতেই ফের বেপাত্তা দর্শক। এইমুহূর্তে ভালো ছবির অভাবও কিছুটা কারণ হিসেবে দায়ী। যে প্রযোজনা সংস্থাগুলির ওটিটি প্ল্যাটফর্ম রয়েছে তারা সেখানে ছবি মুক্তি করছে, ফলে হলে দর্শক খুবই কম। ফলে ক্ষতির ধাক্কা সামলাতে না পেরেই সিঙ্গল স্ক্রিন বন্ধ করতে বাধ্য হল হল মালিকেরা। শুক্রবার থেকে পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল কলকাতা ও শহরতলির কিছু সিঙ্গল স্ক্রিন সিনেমা হল। প্রিয়া, মেনকা, প্রাচী, ইন্দিরা, অশোকা, জয়া, বায়োস্কোপ (দুর্গাপুর), ডাকবাংলো (বারাসাত) সিনেমা হলে শনিবার সকাল থেকেই তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। হল মালিকেরা কর্মীদের বেতনের আওতায় না এনে শুধু তাঁদের কাজের দিনে বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। অনেকেই ভেবেছিলেন কালীপুজোর পর হিন্দি ছবি আসবে , ব্যবসা চলবে। কিন্তু বেশিরভাগ পরিচালক এখন ছবি মুক্তির জন্য ওটিটি প্ল্যাটফর্ম বেছে নিচ্ছেন। তাই হল মালিকদের মতে , শুধু বাংলা ছবি দিয়ে ব্যবসা চালানো তাঁদের পক্ষে অসম্ভব হয়ে যাচ্ছে। তারপর হলে দর্শকদের বসার ওপরেও অনেক বিধি নিষেধ আছে। একজন ছেড়ে ছেড়ে হল-এ বসার নির্দেশ রয়েছে। সব মিলিয়ে এই সেক্টরটাতেই করোনার প্রভাব সবথেকে বেশি পড়েছে বলে মনে করছেন হল মালিকরা। ভ্যাকসিন না বেরোনো পর্যন্ত এই খরা কাটবে না বলেই মনে করছেন তারা।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন