নিজস্ব সংবাদদাতা : দলাই লামা নির্বাচন নিয়ে চাপানউতোর আমেরিকা-চিনের। মঙ্গলবার আমেরিকা কংগ্রেসের পাশ করা ওই বিলে প্রস্তাব দেওয়া হয়েছে, দলাই লামার উত্তরসূরি বেছে নেওয়ার জন্য অধিকার শুধুমাত্র তিব্বতিদের। তাঁদের অধিকার পুনঃপ্রতিষ্ঠা করতে হবে। এছাড়া তিব্বতের লাসায় আমেরিকার দূতাবাস তৈরির পরিকল্পনাও রয়েছে। প্রসঙ্গত, চিন নির্বাসিত ধর্মগুরু দলাই লামাকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে চিহ্নিত করেছে। আর আমেরিকার দলাই লামার প্রতি সমর্থন মোটেই ভালো চোখে দেখছে না বেজিং সরকার। চিনা বিদেশ মন্ত্রক এই বিষয়ে অভিযোগ করেছে, মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করছে। এই আইনে স্বাক্ষর করার বিষয়ে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে। এতে করে দ্বিপাক্ষিক সম্পর্কের আরও ক্ষতি হবে বলে জানানো হয়েছে। ১৯৫০ সালে চিন সেনা তিব্বতে ‘পিসফুল লিবারেশন’ বা ‘শান্তিপূর্ণ মুক্তি’ নামে একটি অভিযান চালিয়ে তিব্বতের নিয়ন্ত্রণ নিয়েছিল। সেইসময় থেকেই তিব্বত অঞ্চল চিনের অন্যতম সংবেদনশীল অঞ্চল। ১৯৫৯ সালে চিনের বিরুদ্ধে বিদ্রোহের চেষ্টা করেছিলেন দলাই লামা। সেই বিদ্রোহ ব্যর্থ হওয়ার পর অনুগামীদের নিয়ে প্রাণ বাঁচাতে দলাই লামা ভারতে পালিয়ে এসেছিলেন।চিনের চোখে নির্বাসিত বৌদ্ধ নেতা দলাই লামা একজন বিপজ্জনক ‘বিচ্ছিন্নতাবাদী’ নেতা। বাণিজ্য, মানবাধিকার, দক্ষিণ চীন সাগর এবং করোনভাইরাস সহ বিভিন্ন বিষয় নিয়ে ইতিমধ্যেই আমেরিকা ও চিনের মধ্যে উত্তেজনা রয়েছে। মার্কিন কংগ্রেসের এই পদক্ষেপ সেই উত্তেজনা আরও বাড়াবে বলে মনে করা হচ্ছে।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল