নিজস্ব সংবাদদাতা : বেপরোয়া গতি ফের কেড়ে নিল প্রাণ! হেলমেট না-পরে মোটরবাইক চালানোর পরিণতি যে কতটা ভয়াবহ হতে পারে, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল শহর কলকাতা। মানিকতলা থানার অন্তর্গত সিআইটি রোডের দুর্ঘটনায় হেলমেটহীন চালকের মৃত্যু।এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরোহী। দুজনের মাথাতেই হেলমেট ছিল না । বেপরোয়া গতিতেই বাইক চলছিল বলে জানা গেছে। হাসপাতালে নিয়ে গেলে চালককে মৃত ঘোষণা করা হয়। অন্যজন হাসপাতালে চিকিত্সাধীন। নবমীর রাতে বান্ধবীকে সঙ্গে নিয়ে বেরিয়েছিলেন এক যুবক। রাত আড়াইটে নাগাদ বালিগঞ্জ সার্কুলার রোডের কাছে দুর্ঘটনা হয় বছর ২৯-এর ওই যুবকের। দ্রুত গতিতে বাইক চালাচ্ছিলেন ওই যুবক। কোনওভাবে স্কিড করে বাইক থেকে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। গুরুতর ভাবে জখম হয়েছেন যুবকের সঙ্গে থাকা তরুণীও। ইক চালানোর সময় হেলমেট পরার ব্যাপারে বারবার সতর্ক করেন দায়িত্বে থাকা ট্রাফিক পুলিশরা। রয়েছে নিয়মের কড়াকড়ি। নিয়ম ভাঙলে শাস্তির ব্যবস্থাও করা হয়। কিন্তু তা সত্ত্বেও শহরের রাস্তায় বেপরোয়া বাইক রোখা সম্ভব হয়নি। এমনকি বাইক পরার ব্যাপারে পুলিশ বারবার সতর্ক করলেও বিশেষ লাভ হয় না। তারই জেরে পুজোর দিনে ফের কলকাতার রাস্তায় মৃত্যু হয়েছে ২ যুবকের। এর আগে ষষ্ঠীর দিন ভোরবেলাতে ৬টা নাগাদ ভয়াবহ বাইক দুর্ঘটনা হয়েছিল বিজন সেতুতে। বরাত জোরে প্রাণে বেঁচে গেলেও মারাত্মক ভাবে জখম হন ২ যুবক।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন