নিজস্ব সংবাদদাতা : ১৮ জানুয়ারি থেকে দিল্লির অধিকাংশ স্কুল শুরু করতে চলেছে দশম এবং দ্বাদশ শ্রেণীর ক্লাস । ৪ মে থেকে শুরু হবে সিবিএসই বোর্ডের পরীক্ষা। একথা মাথায় রেখেই, স্কুল খোলার অনুমতি দেওয়া হয়েছে বোর্ডের তরফে।দিল্লির শিক্ষামন্ত্রী মনীষ সিসোদিয়া এদিন বলেন, অভিভাবকেরা পাঠালে, তবেই স্কুলে আসবে ছাত্র-ছাত্রীরা। কোনও বাচ্চাকেই বাধ্য করা হবে না স্কুলে আসতে। আপাতত স্কুলগুলিকে অনুমতি দেওয়া হয়েছে দশম এবং দ্বাদশ শ্রেণীর প্র্যাকটিকাল, প্রজেক্ট এবং কাউন্সেলিং শুরু করার জন্য। প্রজেক্ট এবং অন্যান্য অ্যাকটিভিটির সঙ্গে, যথাযথ প্রস্তুতি এবং প্রি-বোর্ডের সিদ্ধান্ত নিতে হবে স্কুলের প্রধানদের। দিল্লির ডাইরেক্টরেট অব এডুকেশন-এর তরফে জানানো হয়েছে, সিলেবাসের বেশির ভাগটাই পড়ানো হয়ে গিয়েছে। তার পরেও পড়ুয়ারা যদি কোনও বিষয় বুঝতে না পারে, তা হলে স্কুলের শিক্ষকদের কাছ থেকে সেটা বুঝে নিতে পারবে। আর সে কারণেই স্কুলগুলোকে খোলার অনুমতি দেওয়া হয়েছে। সেই সঙ্গে প্রতিটি স্কুলকে কোভিড বিধি মেনে ক্লাস করানোর নির্দেশ দেওয়া হয়েছে। কোভিডের জেরে দীর্ঘ ১১ মাস হয়ে গেল দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। বিকল্প ব্যবস্থা হিসেবে অনলাইনে ক্লাস হচ্ছে পড়ুয়াদের। কিন্তু পরীক্ষা সংক্রান্ত বেশ কিছু বিষয়, যেমন প্র্যাক্টিক্যাল, প্রজেক্ট এ সব নিয়ে পড়ুয়ারা সংশয়ে পড়েছেন। সেই সংশয় কাটাতেই এই উদ্যোগ বলে মনে করছেন শিক্ষাবিদরা।তবে শুধুমাত্র পড়ার বিষয় নয়, স্কুল খোলা হলে মানসিকভাবে অনেকটাই ভাল থাকতে পারবে বাচ্চারা, এমনটাই দাবি দিল্লির শিক্ষা পর্ষদের।
Report by web desk
Reported on – 14/01/2021
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল