দিওয়ালির ঠিক আগেই ‘লক্ষ্মী’র স্মরণাপন্ন হয়েছিলেন, আর দিওয়ালিতে রামের অনুগত হলেন অক্ষয় কুমার । উৎসবের দিনই প্রকাশ করলেন নিজের নতুন ছবি ‘রাম সেতু’র পোস্টার। শনিবার পোস্টারগুলি প্রকাশ করে ক্যাপশনে অক্ষয় কুমার লিখেছেন, “এই দীপাবলিতে ভারতের আদর্শ ও মহানায়ক ভগবান শ্রী রামের পবিত্র স্মৃতি যুগ যুগ ধরে ভারতবাসীর চেতনার মাঝে সুরক্ষার জন্য এমন সেতু তৈরি করা হোক, যা আগামী প্রজন্মকে রামের সঙ্গে সংযুক্ত রাখবে। এই চেষ্টাতেই আমাদের এক ছোট্ট সংকল্প- রাম সেতু। সবাইকে দীপাবলির শুভেচ্ছা।”
অক্ষয়ের নতুন এই ছবির অন্যতম প্রযোজক তাঁর মা অরুণা ভাটিয়া। পরিচালনার দায়িত্ব সামলাবেন অভিষেক শর্মা । রবিবারই মুক্তি পাবে তাঁর পরিচালিত ছবি ‘সূরজ পে মঙ্গল ভারি’। ৯ নভেম্বর ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে অক্ষয় অভিনীত হরর কমেডি ছবি ‘লক্ষ্মী’। সমালোচকদের প্রশংসা না পেলেও OTT প্ল্যাটফর্মে রেকর্ড ওপেনিং পেয়েছে ছবিটি। মুক্তির আগে একাধিক বিতর্কে জড়িয়েছিল অক্ষয়ের হরর কমেডি। আইনি নোটিসের জেরে ছবির নামও পালটাতে হয়েছিল। ‘লক্ষ্মী বম্ব’ থেকে করতে হয়েছিল ‘লক্ষ্মী’। ‘রাম সেতু’র পোস্টার প্রকাশ্যে আসার পরও নেগেটিভ কমেন্ট পেয়েছেন অক্ষয়। পোস্টারের ক্যাপশনে লেখা, ‘কল্পনা না বাস্তব?’ কথাটি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। কেউ কটাক্ষ করে লিখেছে ঐতিহাসিক প্রেক্ষাপটে রচিত আরও একটি ভাল চিত্রনাট্য নষ্ট হতে চলেছে, কেউ আবার প্রশ্ন তুলেছেন, বলিউডের কথা শুনে সংস্কৃতি আর ঐতিহ্যের মানে বুঝতে হবে নাকি?
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল