নিজস্ব সংবাদদাতা : গত ২৫ বছরে এই প্রথম সর্বনিম্নে সোনার বিক্রি এবং সোনার চাহিদা দুটোই। এমনকী উত্সবের মরশুমেও ভালো বিক্রি হয়নি সোনা। ২০২০ সালের প্রথম ত্রৈমাসিকে সোনার চাহিদা ছিল ২৫২ টন। যা গত বছরের তুলনায় ৪৯ শতাংশ কম। ২০১৯ সালের প্রথম ত্রৈমাসিকে সোনার চাহিদা ছিল ৪৯৬ টন। ২০২০ সালের শেষ ত্রৈমাসিক শেষ হওয়ার আগেই গোল্ড কাউন্সিলের মতে, ১৯৯৫ সালের পর থেকে এই প্রথম ভারতে সর্বনিম্নে সোনার চাহিদা।বর্তমানে প্রতি ১০ গ্রাম সোনার দর ৫১ হাজারের আশেপাশে চলছে।গত বছরের একই সময়ের তুলনায় এবছর গোটা বিশ্বে সোনার চাহিদা ১০ শতাংশ কমেছে বলে তাদের গোল্ড ডিমান্ড ট্রেন্ডস রিপোর্টে জানিয়েছে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল।ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের ম্যানেজিং ডিরেক্টর সোমাসুন্দরম পিআর বলেন, ‘সোনার চাহিদার নিরিখে ২০২০ অত্যন্ত খারাপ বছর। তবে, অক্টোবর-ডিসেম্বর ত্রৈমাসিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন থেকে শুরু করে অনেকগুলি গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে। অর্থনৈতিক কার্যকলাপ ফের শুরু হচ্ছে। তবে বেকারত্ব এবং বেতন হ্রাসের প্রেক্ষিতে বিয়ের মরসুমে চাহিদা কতটা বাড়বে বা কী আকার নেবে সে বিষয়ে আমাদের কোনও ধারণা নেই। তবে প্রতি ১০ গ্রাম সোনার দর ৫০ হাজার টাকার নীচে নামলে ক্রেতা পাওয়া যেতে পারে।’বৃহস্পতিবারই দিল্লিতে প্রতি ১০ গ্রাম সোনার দর ৫০, ৬৩০ টাকায় নামে। যার ফলে দিওয়ালিতে নতুন করে আশা জাগছে। ধনতেরসের দিকে তাকিয়ে সোনা ব্যবসায়ীরা।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল