নিজস্ব সংবাদদাতা : বেশ কিছুদিন আগেই শুভেন্দু অধিকারীর নামে পোস্টার পড়তে শুরু করেছিল রাজ্যের বিভিন্ন প্রান্তে। পোস্টার দিচ্ছিল দাদা, অর্থাৎ শুভেন্দুর অনুগামীরা। বিষয়টিকে প্রথম ততটা গুরুত্ব দেওয়া না হলেও মেদিনীপুরের দাপুটে নেতার মন্ত্রিত্ব ত্যাগে নড়েচড়ে বসেছে শাসকদল। পালটা ‘দিদির সঙ্গে’ পোস্টার দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামীরা। এদিনও পূর্ব মেদিনীপুর ছাড়াও মালদহের হরিশ্চন্দ্রপুর, দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর এবং জয়নগর-মজিলপুরের বিভিন্ন এলাকায় নজরে পড়ে একাধিক পোস্টার। পদত্যাগের পর মহিষাদলের সভা থেকেও এবিষয়ে কোনও মন্তব্য করেননি শুভেন্দু অধিকারী। এমনকী রাজনৈতিক প্রসঙ্গই টানেননি। তবে বলেছিলেন, ‘শেষ কথা বলবে জনগন’। প্রাক্তন মন্ত্রীর এই মন্তব্য যথেষ্ট ইঙ্গিতপূর্ণ বলেই দাবি রাজনৈতিক বিশ্লেষকদের। এদিকে সোমবার রাসের উদ্বোধনে গিয়েও রাজনীতি প্রসঙ্গে একটি মন্তব্যও করেননি তিনি। ফলে এখনও শুভেন্দু অধিকারীর রাজনৈতিক অবস্থান নিয়ে সকলেই ধোঁয়াশায়। এদিকে তাঁর মন্ত্রিত্ব ত্যাগের পর থেকেই শুরু হয়েছে দাদার অনুগামী বনাম দিদির সঙ্গে’র লড়াই। রাজ্যের বিভিন্ন জেলায় পড়ছে দুই তরফের পোস্টার। যা শাসকদলে চিড় ধরার প্রমাণ বলেই দাবি বিজেপির। এই সুযোগকেই কাজে লাগাতে চাইছে তারা। এদিকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারির মধ্যে মতবিরোধ মিটিয়ে ফেলতে ভগবান মহাদেবের শরণাপন্ন হলেন রায়গঞ্জ পৌরসভা ২২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অসীম অধিকারি। দেবীনগর দেবপুরিতে রাস পূর্ণিমায় হোম যজ্ঞ অনুষ্ঠান করলেন স্থানীয় কাউন্সিলর । তাদের আশা ভগবান মহাদেবের আর্শীবাদে দুই জনের মধ্যে এই মতবিরোধ ঘুচে যাবে। আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের নেতারা ঐক্যবদ্ধ লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃতীয় বারের জন্য রাজ্যের মসনদে বসাবে।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন