নিজস্ব সংবাদদাতা : পারিবারিক বিবাদ নাকি অন্যকিছু তা এখনও স্পষ্ট নয়। অশোকনগরে গৃহবধুকে খুন করে সেপটিক ট্যাঙ্কে ফেলে দিল আত্মীয়রা। নৃশংস এই ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার অশোকনগর বিধানসভার ভুরকুন্ডা পঞ্চায়েতের সেনডাঙ্গা আনন্দপাড়ায়। প্রতিবেশীদের দাবি, শনিবার সকালে গরুর খাবার আনতে বাড়ির বাইরে যায় সেনডাঙ্গা আনন্দপাড়া গ্রামের ইন্দ্রজিত্ বিশ্বাস। বেলা বারোটা নাগাদ ঘরে ফিরে দেখে স্ত্রী বাড়িতে নেই। ঘরে না পেয়ে স্ত্রীর কথা জিজ্ঞাসা করে বোন রীনাকে। বোন জানায়, একটি ফোন আসার পর সে রাস্তার দিকে গিয়েছে। বোনের কথা শুনে রাস্তায় ও প্রতিবেশীদের বাড়িতে স্ত্রীর খোঁজ করেন ইন্দ্রজিত্। কিন্তু স্ত্রীর কোনও খোঁজ পাননি। শেষপ্রর্যন্ত বিকেল চারটে নাগাদ বাড়ির সেফটি ট্যাঙ্কের কাছে স্ত্রীর চটি ও রক্তের দাগ দেখে সন্দেহ হয় তাঁর। প্রতিবেশীদের ডাকলে তারা পুলিসকে খবর দেয়। অশোকনগর থানার পুলিস এসে সেপটিক ট্যাঙ্ক থেকে গৃহবধুর বস্তাবন্দি দেহ উদ্ধার করে। ইন্দ্রজিতের অভিযোগের ভিত্তিতে তার বোন রীনা, ভগ্নিপতি রাজ ও শিপ্রা বিশ্বাস নামে এক প্রতিবেশীকে আটক করেছে পুলিস। কী কারণে খুন তা এখনও স্পষ্ট নয়। তদন্ত শুরু হয়েছে ।
New Hopes New Visions
More Stories
বাঁকুড়ার খাদি মেলার আজ শেষ দিন
জমে উঠেছে বাঁকুড়ার খাদি মেলা চলবে ২০ তারিখ পর্যন্ত
১৪৪ এর রক্তদান উৎসব নজির গড়ল রেকর্ড সংখ্যক রক্তদাতার