নিজস্ব সংবাদদাতা : পেশোয়ারে বলিউডের কিংবদন্তী দুই অভিনেতা দিলীপ কুমার ও প্রয়াত রাজ কাপুরের প্রাসাদ সমান দুই বাড়ির অবস্থাই এখন জরাজীর্ণ। ইট, পাথর খসতে শুরু করলেও ঐতিহ্যের কথা ভেবেই গত সেপ্টেম্বরে এই দুই অট্টালিকাকে ন্যাশনাল হেরিটেজের তকমা দিয়েছিল পাকিস্তান সরকার। দুই বাড়ি যাতে ভেঙে ফেলা না হয় সে জন্য একাধিকবার প্রস্তাবও যায় পাক সরকারের কাছে।জানা গেছে, বাড়ি কিনে নেওয়ার সরকারি প্রক্রিয়া শুরু হয়ে গেছে। দামও ঠিক করে ফেলেছে পাক সরকার। দিলীপ কুমারের চার মহলা বাড়ির দাম ঠিক হয়েছে ৮০ লক্ষ ৫৬ হাজার টাকা। রাজ কাপুরের সাত ছয় মহলা অট্টালিকার দাম ১ কোটি ৫০ লক্ষ টাকা। দুই বাড়ির দাম ঠিক করেছেন পেশোয়ারের ডেপুটি কমিশনার মহম্মদ আলি আজঘর।কাপুর হাভেলি ১৯৯৮ থেকে ১৯২২ সালের মধ্যে পেশোয়ার শহরের প্রাণকেন্দ্র কিস্যা খোয়ানি বাজারে বাড়ি তৈরি করেছিলেন রাজ কাপুরের ঠাকুর্দা দেওয়ান বশেশ্বরনাথ কাপুর। রাজ কাপুরের জন্মও এই বাড়িতেই ১৯২৪ সালের ১৪ ডিসেম্বর। কাপুর হাভেলি থেকে কিচু দূরেই রয়েছে বলিউডের আরও এক কিংবদন্তী অভিনেতা দিলীপ কুমারের পৈতৃক অট্টালিকা। চার মহলা সে বাড়িও প্রাসাদের মতোই। বাড়ির খোলস জরাজীর্ণ হয়ে গেলেও ঐতিহ্যের বিচারে আর শৈল্পিক ভাবনায় কোনও তুলনাই হয় না। এই বাড়িও ১০০ বছরের পুরনো। ২০১৪ সালে এই বাড়িটিকে জাতীয় হেরিটেজ ঘোষণা করেছিল তত্কালীন নওয়াজ শরিফ সরকার। বলিউড অভিনেতা প্রয়াত ঋষি কাপুর সরকারের কাছে বিশেষ অনুরোধ করেন দুই বাড়িই যেন মর্যাদার সঙ্গে রক্ষণাবেক্ষণ করা হয়। দুই অট্টালিকাকে মিউজিয়াম বানানোর বা ভেতরে কোনও প্রতিষ্ঠান তৈরি করার আর্জিও জানিয়েছিলেন তিনি। সে অনুরোধে সম্মতি দিয়েছিল পাক সরকার।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল