বঙ্গ রাজনীতির ‘সুপার সোমবার’ দক্ষিণ কলকাতার রাজপথে শুভেন্দু অধিকারীর রোড শো ঘিরে উত্তেজনা ছড়াল। টালিগঞ্জ মেট্রো থেকে রাসবিহারী র মোড় অভিমুখে শুভেন্দুর মিছিল এগোচ্ছিল। সুসজ্জিত ট্রাকে শুভেন্দুর পাশে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ-সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। বিকেল সাড়ে চারটা নাগাদ মিছিল মুদিয়ালির কাছে দেশপ্রাণ শাসমল রোডে পৌঁছলে মিছিল লক্ষ করে ইট পাটকেল ছোড়া হয়।বিজেপির অভিযোগ, হামলাকারীদের হাতে তৃণমূলের পতাকা ছিল। অন্যদিকে, তৃণমূলের অভিযোগ, মিছিল থেকে অশ্লীল অঙ্গভঙ্গি করে মিছিল থেকে প্ররোচনা দেওয়া হয়। ওই এলাকায় কোনও পুলিশ কর্মী ছিলেন না বলেই অভিযোগ বিজেপির।মিছিলের অন্য প্রান্তের রাস্তা থেকে ইট ডপাটকেল ছোঁড়ার পর বিজেপির কর্মীরা তাদের দিকে তাড়া করে যায়। কিছু বাইক ভাঙচুর করা হয়। আশপাশের বাড়িতে পাল্টা ইট পাটকেল ছোড়া হয়। গোটা এলাকা কিছুক্ষণের জন্য রণক্ষেত্রের চেহারা নেয়।পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি সামাল দেয়। ইটের ঘায়ে জখম হন কয়েকজন বিজেপি কর্মী।এদিন শুভেন্দুর রোড শো ঘিরে সকাল থেকেই উত্তেজনা ছড়ায়। প্রিন্স আনোয়ার শাহ রোডে ‘গো ব্যাক মিরজাফর’ ব্যানার নিয়ে বাইক মিছিল করে তৃণমূল সমর্থকরা। শুভেন্দু ও দিলীপ মিছিলে যোগ দিতে আসার পথে তাঁদের কালো পতাকা দেখানো হয়।
Report by web desk
Reported on – 18/01/2021
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন