নিজস্ব সংবাদদাতা : দিল্লিতে করোনার দাপট বেড়েই চলেছে । সেই বিষয়কে গুরুত্ব দিয়েই বিশেষ বৈঠকে বসলেন অমিত শাহ । অমিত শাহের এই বিশেষ বৈঠকে উপস্থিত ছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন ও উপরাজ্যপাল অনিল বাইজল । বৈঠকে অমিত শাহের গোটা আলোচনার বিষয়ই ছিল দিল্লির করোনার দাপট । কীভাবে এই দাপটকে কমানো যায়, তা নিয়ে নানা পন্থা নেওয়া হয় এই বৈঠকে । অমিত শাহের কথায়, ‘দিল্লিতে আরটি-পিসিআর টেস্ট আরও দ্বিগুণ করা হবে । শুধু তাই নয়, আইসিএমআর-এর মোবাইল ভ্যানগুলোকে কয়েকটি বিশেষ স্থানে রাখা হবে । ‘এই বৈঠকে অংশ নিয়ে অরবিন্দ কেজরিওয়াল বলেন, ‘দিল্লিতে সবচেয়ে বড় সমস্যা হলো, আইসিইউ বেড পাওয়া হাসপাতালে । এই জন্য আইসিইউ-এর সংখ্যা বাড়ানো হলে চিকিত্সা আরও সুদৃঢ় হবে ‘ সঙ্গে অরবিন্দ কেজরিওয়াল বলেন, এই সময় সবাই একসঙ্গে কাজ করলে তবে সমস্যার সমাধান করা সহজ হবে ।’ অমিত শাহ জানান , করোনার কম উপসর্গ নিয়ে যারা অসুস্থ হয়েছেন, তাঁদের দিকেও বিশেষ নজর দেওয়া হবে । এমনকী, বেশ কিছু হাসপাতালকে করোনা স্পেশাল হাসপাতাল হিসেবে পরিণত করা হবে
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল