নিজস্ব সংবাদদাতা : বিজেপির সঙ্গে সংঘাত শাসক দল আম আদমি পার্টির। দিল্লি জল বোর্ডের অফিসে হামলা চালানোর অভিযোগ বিজেপির বিরুদ্ধে। অফিস ভাঙচুর, মহিলা কর্মীদের মারধরের অভিযোগে সরব হয়েছেন বোর্ডের চেয়ারম্যান তথা আপ বিধায়ক রাঘব চাড্ডা। তাঁর দাবি, কৃষক আন্দোলনের সমর্থন করায় জল বোর্ডের অফিস ভাঙচুর করেছে বিজেপি। রাঘব চাড্ডা বলেন, ‘ বিক্ষোভকারীরা বলছিল অরবিন্দ কেজরিওয়ালকে বলে দেবেন তিনি যেন কৃষক আন্দোলনকে সমর্থন না করেন। নয়ত আমরা তোমাদের নেতাদের অফিস ভাঙচুর চালিয়ে যাব।’দিল্লির মুখ্যমন্ত্রী ও আপের প্রধান অরবিন্দ কেজরিওয়াল টুইটে বলেন, ‘এটা খুবই লজ্জাজনক ঘটনা। বিজেপিকে এটা বুঝতে হবে যে আম আদমি পার্টি ও আমার সরকার কৃষকদের শেষ নিঃশ্বাস পর্যন্ত সঙ্গে থাকবে। আমরা এ ধরনের কাপুরুষজনিত হামলায় ডরাই না। আমি সমস্ত কর্মীদের কাছে আবেদন করব যে বিজেপির দ্বারা এ ধরনের হামলাতে যেন প্রভাবিত না হন। শান্ত থাকুন এবম কৃষকদের সমর্থন করুন।’ জল বোর্ডের অফিস ভাঙচুরের আগে একই ধরনের হামলা হয়েছিল অরবিন্দ কেজরিওয়াল ও উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার বাড়িতেও।এদিকে অভিযোগ উড়িয়ে দিয়েছে গেরুয়া শিবির। তাদের দাবি, এই হামলা আপের সাজানো ঘটনা। গত ২৪ দিন ধরে দিল্লি সরকার রাজধানীর বস্তি এলাকায় জল সরবরাহ করতে ব্যর্থ হয়েছে। বিজেপি দাবি করে যে আক্রান্ত এলাকার কিছু কর্মী ও বাসিন্দারা ডিজেবি অফিসের সামনে মঞ্চ করে প্রতিবাদ করছিলেন সকাল থেকে, কিন্তু তাঁরা যখন সিইওর সঙ্গে কথা বলার চেষ্টা করেন তিনি চলে যান।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল