নিজস্ব সংবাদদাতা : নতুন বছরের প্রথমেই রেকর্ড ঠান্ডা দিল্লিতে। ১৫ বছরের রেকর্ড ভেঙে সর্বনিম্ন তাপমাত্রার পারদ নেমেছে ১.১ ডিগ্রি সেলসিয়াসে। এই ঠান্ডায় খোলা জায়গায় রাত কাটানো প্রাণঘাতী হতে পারে তাতে সন্দেহ নেই। দিল্লির অত্যধিক ঠান্ডায় প্রাণ হারালেন আর এক আন্দোলনরত কৃষক। গাজিপুরে দিল্লি-উত্তরপ্রদেশ সীমান্তে ছিলেন তিনি। গলন সিং তোমর নামের কৃষকটির বাড়ি উত্তরপ্রদেশের বাঘপত জেলার মজিদাবাদ গ্রামে। প্রাথমিক মেডিক্যাল অনুসন্ধানে আন্দাজ, তাঁর বয়স ৬৫ থেকে ৭০-এর মধ্যে। ঠান্ডা সহ্য করতে না পেরেই তাঁর মৃত্যু হয়েছে এ ব্যাপারে নিশ্চিত চিকিত্সকরা। এর আগেও মাত্র ৩৪ বছর বয়সি এক কৃষক ঠান্ডায় মারা গিয়েছিলেন। কেন্দ্র সরকার কিছুতেই কৃষি আইন প্রত্যাহার করতে চাইছে না, ওদিকে লক্ষ লক্ষ কৃষক খালি হাতে ফিরতে রাজি নয় । যতদিন লাগুক, তাঁরা দিল্লি সীমান্ত ছেড়ে কোথাও নড়বেন না, তা জানিয়ে দেওয়া হয়েছে। এদিকে একের পর এক কৃষকের মৃত্যু হয়ে চলেছে। এ পর্যন্ত সবমিলিয়ে মোট ২০ জন প্রাণ হারিয়েছেন। সবাই অবশ্য শীতের জন্য নয়, কেউ প্রতিবাদে আত্মঘাতীও হয়েছেন।
Report by নিজস্ব সংবাদদাতা
Reported on – 02/01/2021
More Stories
পণ্ডিত শিবকুমার শর্মা প্রয়াত ভেঙে গেল ‘শিব-হরি’ জুটি
মার্চের শুরুতেই জেনে নিন ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা
২৬ সে “রক্তদান উৎসব ” দিয়ে শুরু নতুন পৌরমাতার কাজ