মার্চ 27, 2023

Disha Shakti News

New Hopes New Visions

‘দুপুর ঠাকুরপো’ শেষ হয়ে গেলেও মোনা ‘বৌদ ি’র ক্রেজ এখনও থামেনি৷ বরং বেড়েই চলেছে

কথায় বলে না ‘ওল্ড ইজ গোল্ড’, ঝুমা বৌদিও তাই! ‘দুপুর ঠাকুরপো’ শেষ হয়ে গেলেও মোনালিসা রয়ে গিয়েছেন সকলের মনে৷ প্রায়শই সংবাদ শিরোনামে তাঁর নাম উঠে আসে কোনও না কোনও কারণে৷

আর কারণগুলিও বেশ Hot. এবারেও সেই হট কারণেই ভাইরাল হয়ে গেলেন বৌদি৷ ইনস্টাগ্রামে হট প্যান্ট পরা ছবি আপলোড করে বাঙালি বৌদি এখন সকলের হট ফেবারিট৷ কালো রঙের হট প্যান্ট আর পিঙ্ক রঙের ট্যাঙ্ক টপ৷ সাধারণ এই পোশাকেই যেন মোনার গ্ল্যামার চুঁইয়ে পড়ছে৷

ওয়েবের পর্দার পাশাপাশি মোনালিসার সোশ্যাল অ্যাকাউন্টে উঠেছে ঝড়। কারণ সেখানে একের পর এক উত্তেজক ভিডিও পোস্ট করে চলেছেন ঝুমা বৌদি, যা দেখে রীতিমতো নাজেহাল দশা বৌদির দেওরদের। বিভিন্ন সময় নানান ভিডিও ও ছবি পোস্ট করে যান এই সুন্দরী। যা দেখতে রীতিমতো ভিড় উপচে পড়ছে সাইবার পাড়ায়।

‘উমাবৌদি’র পর ওয়েব দুনিয়ায় হাজির হয়েছিলেন নটি অ্যান্ড হটি ‘ঝুমাবৌদি’। যাঁকে দেখে দুপুরের ঘুম দূরে থাক, রাতেরও ঘুমও উড়েছিল ঠাকুরপোদের।

সেই কারণেই দর্শক বারবার উঁকি দিচ্ছিল ওয়েবের জানালায়। তবে ওয়েবের জানলা ছাডা়ও বৌদির সোশ্যাল সাইটেও উঁকি-ঝুকি মারে ঠাকুরপোরা৷

Report by Mitali Ghosh
Reported on – 20-October-2020

Share this News
error: Content is protected !!