নিজস্ব সংবাদদাতা : মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দুয়ারে সরকার’ কর্মসূচির পাল্টায় এ বার পথে নামল উত্তর দিনাজপুর জেলা বিজেপি। তাদের নতুন কর্মসূচির নাম ‘গৃহ সম্পর্ক অভিযান’। রায়গঞ্জ শহরের ৭ নম্বর ওয়ার্ডে বিজেপি গৃহ সম্পর্ক অভিযান কর্মসূচি শুরু করে। বাড়ি বাড়ি গিয়ে বিলি করা হয় ‘আর নয় অন্যায়’ লেখা সম্বলিত বিজেপি-র বক্তব্য। এই কর্মসূচিতে ব্যাপক সাড়া পড়েছে বলেই দাবি করেছেন উত্তর দিনাজপুর জেলা বিজেপি সভাপতি বিশ্বজিত্ লাহিড়ী। তাঁর অভিযোগ, তাদের ‘আর নয় অন্যায়’ কর্মসূচিকে নকল করেই মমতার ‘দুয়ারে সরকার’ শুরু হয়েছে। বাংলার মানুষ তৃণমূলকে আর সরকারে রাখবে না, অন্যায়ের এই সরকারকে উত্খাত হতেই হবে বলে দাবি তাঁর। এদিকে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে তৃণমূলের কোঅর্ডিনেটর অরিন্দম সরকার বলেন, ”যাঁরা দিল্লি-হরিয়ানা সীমানায় আন্দোলনরত কৃষকদের উপরে ঠান্ডা জল ছিটিয়ে দেন, তাঁরা অন্যায়ের প্রতিবাদ কী করবেন?”জেলা বিজেপি-র দাবি, এই কর্মসূচির মাধ্যমে তারা জেলার প্রতিটি বুথে পৌঁছে যাবে।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন