নিজস্ব সংবাদদাতা : দুর্গাপুজোয় খুলছে কালীঘাট মন্দিরের গর্ভগৃহ। ষষ্ঠী-দশমী গর্ভগৃহে প্রবেশের অনুমতি মিলবে । জানা গিয়েছে, সকাল ৬টা থেকে দুপুর ১টা পর্যন্ত খোলা থাকবে গৃহ। আবার বিকেল ৪টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকবে গর্ভগৃহ। এবার একসঙ্গে ৫ জন একবারে ঢুকতে পারবেন। এক জনের সঙ্গে আর একজনের ন্যূনতম ছ’ফুট দূরত্ব রাখতে হবে। মন্দিরের আট চালায় যে দুর্গাপুজো হয় তা দর্শনের জন্য মন্দিরের পাঁচ নম্বর গেট দিয়ে প্রবেশ করতে হবে। অর্থাত্, এক জায়গায় যাতে বেশি মানুষের ভিড় না হয় সেকারণেই এই সিদ্ধান্ত নিয়েছে মন্দির কর্তৃপক্ষ। জুলাই মাসে ধর্মীয় স্থান খোলায় অনুমতি মেলার পরই কালীঘাট মন্দির খোলার সিদ্ধান্ত হয়েছিল। স্যানিটাইজ টানেলও তৈরি করা হয়েছিল। তবে গর্ভগৃহে প্রবেশের অনুমতি ছিল না। পুজোর মধ্যে সেই অনুমতিও দিল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই বেলুড়মঠ ভক্তদের জন্য দরজা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে। কুমারী পুজো থেকে সন্ধিপুজোর আরতি সবই দেখা যাবে অনলাইনে
New Hopes New Visions
More Stories
দেবাশীষ কুমারকে পেয়ে অন্ধকারে আলোর দিশা পেলেন কাউন্সেলররা
বেহালার জাদুঘর হয়েছে আরও আকর্ষণীয়
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে