মার্চ 25, 2023

Disha Shakti News

New Hopes New Visions

দুর্বল হল নিভার


নিজস্ব সংবাদদাতা : শক্তিক্ষয় হয়েছে নিভারের। তামিলনাড়ুর মারাক্কামে প্রথম আছড়ে পড়েছে এই ঘূর্ণিঝড়। পুদুচেরি থেকে ৩০ কিলোমিটার দূরে। রাত তখন আড়াইটে। ল্যান্ডফলের সময়ে পুদুচেরিতে হাওয়ার সর্বোচ্চ গতিবেগ ১৪৫ কিলোমিটার প্রতি ঘণ্টায় পৌঁছে যায়। ঝড়ের প্রভাবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে আশঙ্কা করছে প্রশাসন। তবে প্রাণহানির কোনো খবর এখনও পাওয়া যায়নি। শক্তিক্ষয় হলেও প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত তামিলনাড়ু ও পুদুচেরি। শুধু পুদুচেরিতেই গত ২০ ঘণ্টায় ২০ সেন্টিমিটার বৃষ্টি হয়েছে। চেন্নাই, পুদুচেরি, মহাবলিপুরম, কাডলোর, নাগাপাট্টিনম-সহ বিভিন্ন জায়গায় ঝড়ের ব্যাপক প্রভাব পড়েছে। জায়গায় জায়গায় গাছ পড়ে গিয়েছে। বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়ে বিদ্যুত্ বিপর্যয়ও হয়েছে। তবে সব জায়গাতেই জরুরি ভিত্তিতে সব রকম পরিষেবা স্বাভাবিক করার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে রাজ্য সরকার । আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী কয়েক ঘণ্টা প্রবল ঝড়-বৃষ্টি হবে। তাই আগেভাগে উপকূলবর্তী এলাকা থেকে দু’ লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত তামিলনাড়ুর কাড্ডালোর। সেখান থেকে ৫০ হাজার মানুষকে ২৩৩টি সরকারি শিবিরে পাঠানো হয়েছে। আশঙ্কা থাকলেও ২০১৫-এর ভয়াবহ বন্যার মতো পরিস্থিতি তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা । শুক্রবার থেকে আবহাওয়ার উন্নতি হবে তামিলনাড়ু জুড়ে। তবে এখনই স্বস্তি নেই। কারণ আবহাওয়া দফতর জানিয়েছে, নভেম্বর শেষ এবং ডিসেম্বরের শুরুতে আরও দু’টো নিম্নচাপ তৈরি হতে পারে বঙ্গোপসাগরে। সেইগুলিও তামিলনাড়ু উপকূলকে টার্গেট করতে পারে।

Share this News
error: Content is protected !!