মার্চ 25, 2023

Disha Shakti News

New Hopes New Visions

“দুয়ারে সরকার” প্রকল্পের কাজ ঘুরে দেখলেন নুসরত


নিজস্ব সংবাদদাতা : বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের বেগমপুর বিবিপুর হাই স্কুলে হাজির হয়ে ‘দুয়ারে সরকার’ কর্মসূচির বিভিন্ন ক্যাম্প ঘুরে দেখলেন বসিরহাটের সাংসদ নুসরত জাহান । লাইনে দাঁড়িয়ে থাকা মানুষের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন প্রকল্পের প্রয়োজনীয়তা সম্পর্কে মানুষকে বোঝান।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অধীনে চলতি বছরের পয়লা ডিসেম্বর থেকেই শুরু হয়েছে রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘দুয়ারে দুয়ারে সরকার’। ইতিমধ্যেই ব্যাপকভাবে সাড়া ফেলেছে এই প্রকল্প।মূলত সাধারণ মানুষের সাহায্যের জন্যই ‘দুয়ারে দুয়ারে সরকার’। অর্থাত্ এই প্রকল্প বা কর্মসূচির অধীনে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ মানুষের অভাব অভিযোগ শুনবেন প্রশাসনের কর্মীরা, এর সঙ্গেই যদি কেউ কোনও সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হলে তাঁকে সেই প্রকল্পের আওতায় আনার প্রক্রিয়াও শুরু করবেন প্রশাসনিক কর্মীরা। বসিরহাটের মানুষদের ‘খাদ্যসাথী’, ‘স্বাস্থ্যসাথী’ ‘শিক্ষাশ্রী’, ‘কন্যাশ্রী’ ‘রূপশ্রী’ ‘কৃষি বন্ধু’ এবং ‘১০০ দিনের কাজ’ এই সবকটি প্রকল্পের প্রয়োজনীয়তা সম্পর্কে বুঝিয়ে বলেন সাংসদ নুসরত । প্রকল্পের সুবিধা পেতে দুয়ারে সরকার কর্মসূচির এই ক্যাম্পে লাইনে দাড়ান এলাকার কয়েশো মানুষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নুসরত জাহান বলেন, “আমি এখানে রাজনীতির কথা বলতে আসিনি। রাজনীতির কোনও বিষয় এখানে নেই। আমি দেখেছি মানুষ ভালো আছে কিনা দেখতে। এটাই দিদি চেয়েছে।সবাই ভালো থাকুক, সবার পরিবার, বউ-বাচ্চা খেয়ে পরে বাঁচুক। এটাই হচ্ছে, আমদের এটাই স্বপ্ন।”

Share this News
error: Content is protected !!