নিজস্ব সংবাদদাতা : জাতীয় পরিসংখ্যান বিভাগের তথ্য অনুযায়ী কৃষি ছাড়া সব ক্ষেত্রেই বিপুল ধাক্কা এসেছে করোনার কারণে। তার প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতেও। ২০২১ সালের বাজেট অধিবেশনের আগেই দেশের আর্থিক বৃদ্ধির সম্ভাবনা নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট পেশ হল। ২০২০-১২ আর্থিক বর্ষে দেশের আর্থিক বৃদ্ধি একেবারেই নিম্নমুখী বলে মনে করা হচ্ছে মাত্র ৪.২ শতাংশ থাকবে। ২০১৯-২০ অর্থবর্ষে যেখানে দেশের সার্বিক জিডিপি বৃদ্ধি ১৪৫.৬৬ লক্ষ কোটিতে গিয়ে থমকেছিল করোনা ধক্কায় ২০২০-২১ অর্থবর্ষে তা কমে যাবে। এবং ১৩৪.৪০ লক্ষ কোটিতে গিয়ে দাঁড়াবে। কাজেই ২০২১ সালেও দেশের আর্থিক পরিস্থিতি খুব একটা সুবিধা জনক জায়গায় থাকবে না। যদিও কেন্দ্রীয় অর্থমন্ত্রী দাবি করেছেন দেশের আর্থিক অবস্থা ধীরে হলেও ঘুরে দাঁড়াতে শুরু করেছে। কিন্তু সেই আশা খুব একটা দেখাচ্ছে না পরিসংখ্যানে। তার উপরে আবার করোনা ভ্যাকসিনের জন্য বিপুল আর্থিক ব্যায় করতে হবে মোদি সরকারকে। তাতে সরকারের কোষাগারে বিপুল ধাক্কা আসবে। করোনা কারণে যে একাধিক প্যাকেজ মোদি সরকার ঘোষণা করেছিল তাতেও কোষাগারে ধাক্কা এসেছিল। তবে কৃষিক্ষেত্রে তেমন প্রভাব পড়েনি বলে দাবি করা হচ্ছে ২০২০-২১ আর্থিক বর্ষে দেশের কৃষি ক্ষেত্রের বৃদ্ধি ৩.৪ থাকবে সেটাও ২০১৯-২০ অর্থবর্ষের তুলনায় কম। প্রায় চার শতাংশ কম বলে জানানো হয়েছে।
Report by web Desk
Reported on – 08/01/2021
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল