নিজস্ব সংবাদদাতা : গত শুক্রবার সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড টিকায় অনুমোদন দেয় কেন্দ্রীয় ড্রাগ নিয়ামক সংস্থা (ডিজিসিআই)। তার পরদিনই ভারত বায়োটেকের কোভ্যাক্সিন টিকায় ছাড় দেওয়া হয়। এর পরেই দুই সংস্থার মধ্যে বিবাদ তুঙ্গে ওঠে। সেরামের কর্ণধার আদর পুনাওয়ালা ভারত বায়োটেকের নাম না করেই তীব্র কটাক্ষ করে বলেন, ফাইজার, মোডার্না ও সেরামের কোভিশিল্ড—এই তিন টিকাই কার্যকরী এবং সুরক্ষার সব পরীক্ষায় পাশ করেছে। বাকিগুলি জলের মতো নিরাপদ। এই মন্তব্যের প্রতিবাদ করে ভারত বায়োটেকের কর্ণধার কৃষ্ণা এল্লা। এল্লার যুক্তি, অ্যানিমাল ট্রায়াল থেকেই কোভ্যাক্সিন টিকার কার্যকারিতা প্রমাণিত। দেশজুড়ে প্রায় ১২ হাজার মানুষের ওপরে টিকার ট্রায়াল হয়েছে। যেখানে বিদেশি ভ্যাকসিনের ফর্মুলায় তৈরি সেরাম টিকার ট্রায়াল হচ্ছে ১২০০-১৬০০ জনের ওপরে। কাজেই কোভ্যাক্সিন টিকার কার্যকারিতা নিয়ে সংশয় থাকার কথাই নয়। টিকায় ছাড়পত্র পাওয়ার পরেই এভাবেই ঝামেলা তু্ঙ্গে উঠেছিল দেশের দুই বৃহত্তম ভ্যাকসিন নির্মাতার সংস্থার মধ্যে। দোষারোপ-পাল্টা দোষারোপের পর্ব চলছিল। নাম না করেও, একে অপরকে কটাক্ষ করতে ছাড়ছিলেন না দুই সংস্থারই কর্ণধার। তবে এখন বিবাদ মিটিয়ে সেরাম ইনস্টিটিউট ও ভারত বায়োটেক দুই সংস্থাই যৌথ বিবৃতি দিয়ে জানিয়েছে, দেশের স্বার্থে একজোট হয়েই টিকার বিতরণ করা হবে। যত দ্রুত সম্ভব দেশবাসীর একটা বড় অংশকে টিকার ডোজ দেওয়া হবে। সেরামের প্রধান আদর পুনাওয়ালা এবং ভারত বায়োটেকের কর্ণধার ডক্টর কৃষ্ণা এল্লা যৌথ বিবৃতি দিয়ে বলেছেন, ‘ভ্যাকসিন হল জীবনদায়ী প্রতিষেধক যা অতিমহামারী থেকে বিশ্বকে রক্ষা করবে। স্বাস্থ্য সঙ্কট কাটবে, অর্থনীতি আবার ঘুরে দাঁড়াবে।’
Report by নিজস্ব সংবাদদাতা
Reported on – 06/01/2021
More Stories
পণ্ডিত শিবকুমার শর্মা প্রয়াত ভেঙে গেল ‘শিব-হরি’ জুটি
মার্চের শুরুতেই জেনে নিন ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্কের শাখা
২৬ সে “রক্তদান উৎসব ” দিয়ে শুরু নতুন পৌরমাতার কাজ