মার্চ 24, 2023

Disha Shakti News

New Hopes New Visions

দৈনিক আক্রান্তের সংখ্যায় ১০৫ দিন পর সবথেকে বড় পতন


নিজস্ব সংবাদদাতা : ভারত করোনার বিরুদ্ধে লড়াইয়ে সঠিক দিশায় যে এগোচ্ছে তার প্রমান মিললো পরিসংখ্যানে । গত ২৪ ঘণ্টায় ৪০ হাজারেরও কম করোনার নতুন মামলা সামনে এসেছে। ১৫ সপ্তাহ (১০৫ দিন) পর নতুন করোনায় আক্রান্তের সংখ্যা ৩৮ হাজার ৩১০ হয়েছে। শেষবার এই সংখ্যা জুলাই মাসে দেখা গিয়েছিল। ২২ জুলাই দেশের করোনায় আক্রান্ত হয়েছিল ৩৭ হাজার ৭২৪ জন।কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রালয়ের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৩৮ হাজার ৩১০ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন। আর ৪৯০ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসে আক্রান্ত হয়ে। দেশে মোট ৮২ লক্ষ ৬৭ হাজার ৬২৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।তবে স্বাস্থ্য বিশেষজ্ঞরা অবশ্য করোনার সংক্রমণ নিম্নমুখী হওয়ায় খুব একটা স্বস্তির কিছু দেখছেন না। তাঁদের মতে, দেশে নমুনা পরীক্ষার সংখ্যা এক ধাক্কায় এক তৃতীয়াংশের কাছাকাছি কমিয়ে দেওয়া হয়েছে। পজিটিভিটি রেট বা শনাক্তের হার ৩ শতাংশের কাছাকাছিই রয়েছে। ফলে আগের মতো ১৫ কিংবা ১৬ লক্ষ নমুনা পরীক্ষা করা হলে ৪৫ হাজারের বেশি শনাক্ত হতেন। শুধুমাত্র নমুনা পরীক্ষা কমিয়ে দিয়ে শনাক্তের সংখ্যা কম দেখিয়ে করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ী হওয়ার স্বপ্ন দেখানো আত্মঘাতী সিদ্ধান্ত হয়ে দাঁড়াতে পারে। এই মুহূর্তে দেশে মোট করোনাজয়ীর সংখ্যা ৭৬ লক্ষ ৩ হাজার ১২১ জন। চিকিত্সাধীন রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৫ লক্ষ ৪১ হাজার ৪০৫ জন। স্বাস্থ্য মন্ত্রকের আশা খুব শীঘ্রই দেশের অ্যাক্টিভ কেস ৫ লক্ষের নিচে নেমে আসবে।

Share this News
error: Content is protected !!