নিজস্ব সংবাদদাতা : বিজয়া দশমীর দিন দিলীপ ঘোষকে বিজয়ার প্রণাম জানিয়ে এলেন সৌমিত্র খাঁ । যুব মোর্চার সভাপতির দাবি, ‘বিরোধ মিটতে ১ মিনিট যথেষ্ট। কারণ, এরাজ্যে তৃণমূলকে হটানোই তো আমাদের মূল লক্ষ্য। তাই কোন সমস্যাই সমস্যা নয়।’ যাবতীয় তিক্ততা ভুলে দিলীপের কাছে আগামী দিনের জন্য আশীর্বাদ চেয়ে নিয়েছেন সৌমিত্র। সেই সঙ্গে দলের রাজ্য সভাপতির সুস্বাস্থ্য কামনা করেছেন তিনি। দু’জনকে উপহার বিনিময় করতেও দেখা গিয়েছে। পুজোর মধ্যেই হঠাত যুব মোর্চার সব রাজ্য কমিটি সাংগঠনিক কারণে ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন দিলীপ। আর তাতেই গেরুয়া শিবিরের রাজ্য সভাপতি এবং রাজ্য যুব মোর্চার সভাপতির তিক্ত সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। শোনা যায় সৌমিত্র নাকি পদত্যাগ করারও সিদ্ধান্ত নিয়েছেন। এমনকী, যুব মোর্চার হোয়াটসঅ্যাপ গ্রুপ থেকেও নাকি তিনি বেরিয়ে গিয়েছিলেন। এবার বিজয়া দশমীর দিন দিলীপ ঘোষকে বিজয়ার প্রণাম জানাতে এলেন সৌমিত্র। একেবারে পায়ে হাত দিয়ে প্রণাম। এরই মধ্যে আবার সোশ্যাল মিডিয়ায় দলের নেতাদের হুঁশিয়ারি দিলেন অনুপম হাজরা। বোলপুরের প্রাক্তন সাংসদের এই হুঁশিয়ারি বিজেপির অন্তর্দ্বন্দ্বকেই সিলমোহর দিল। হুঁশিয়ারি দিয়ে অনুপম হাজরা বলেছেন, এই ধরণের অন্তর্দ্বন্দ্ব চললে বাংলা দখলের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। বাংলায় ক্ষমতায় আসা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন, ‘দলের অনেকেই বিজেপি ক্ষমতায় আসছে ধরে নিয়ে ‘অতিরিক্ত আত্মবিশ্বাসী’ হয়ে গিয়েছেন। আর এতেই দলের অভ্যন্তরে অন্তর্দ্বন্দ্ব বাড়ছে। যা দলের তৃণমূল স্তরের নেতাদের মনোবলে আঘাত হানছে’।
New Hopes New Visions
More Stories
দেবাশীষ কুমারকে পেয়ে অন্ধকারে আলোর দিশা পেলেন কাউন্সেলররা
বেহালার জাদুঘর হয়েছে আরও আকর্ষণীয়
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে