নিজস্ব সংবাদদাতা : শুভেন্দু -সৌগতর দ্বিতীয় বৈঠকেও বরফ গলল না। ‘শুভেন্দুর শর্ত মানা সম্ভব নয়’, জানিয়ে দিল তৃণমূল। প্রায় দেড় ঘণ্টা চলল শুভেন্দু অধিকারী -সৌগত রায়ের ‘হাইভোল্টেজ’ বৈঠক। তাতেও অবশ্য পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর মানভঞ্জন করতে পারল না তৃণমূল কংগ্রেস। সূত্র মারফত এমন খবরই মিলেছে। তবে বৈঠকে কী কথা হয়েছে, সে বিষয়ে মুখে কার্যত কুলুপ এঁটেছিলেন বর্ষীয়ান সাংসদ। বৈঠকে শেষে সৌগত রায় জানান, ‘সবকথা প্রকাশ্যে বলা যায় না। দল ওঁর সঙ্গে কথা বলতে বলেছিল। ওঁকে সে কথা জানিয়েছি। প্রয়োজনে আবার বসব।’ তবে এ নিয়ে শুভেন্দু অধিকারীর কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। মন্ত্রী শুভেন্দুর রাজনৈতিক অবস্থান নিয়ে কিছুদিন ধরেই ধোঁয়াশা তৈরি হচ্ছে। রাজ্যের নানা জায়গায় তাঁর নামে পোস্টার পড়ছে। পোস্টারে থাকছে না তৃণমূলের উল্লেখ। সম্প্রতি বেশ কিছু সভাও করেছেন শুভেন্দু। সেগুলির কোনওটিই তৃণমূলের ব্যানারে হয়নি। এরপরেই শুভেন্দুর মন বোঝার চেষ্টা কিছুদিন ধরেই শুরু করেছে তৃণমূল। শুভেন্দুর সঙ্গে আলোচনার দায়িত্বে রয়েছেন সৌগতই। সোমবার আবার দ্বিতীয় দফা আলোচনা হয় দু’জনের। সূত্রের খবর, শুভেন্দু আবার ‘কাজের স্বাধীনতা’র কথাই বলেছেন। দলের সাংগঠনিক রদবদল নিয়ে শুভেন্দুর যে সমস্যা ছিল, তা মেটানো হবে— এমন কোনও নিশ্চয়তা দলের তরফে এখনও তাঁকে দেওয়া হয়নি। তৃণমূলের শীর্ষনেতৃত্ব জানাচ্ছেন, আলোচনার বিস্তারিত রিপোর্ট দলনেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানানো হবে। মমতা আপাতত রয়েছেন বাঁকুড়া সফরে। বিষয়টি তাঁকে টেলিফোনে জানানো হবে না কি তিনি কলকাতায় ফিরলে মুখোমুখি তাঁকে বিস্তারিত জানানো হবে, তা এখনও স্পষ্ট নয়।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন