নেতাজি ইন্ডোরে ধুন্ধুমার। সেল্ফ এমপ্লয়েড লেবার অর্গানাইজেশনের অনুষ্ঠানে আজ উপস্থিত ছিলেন রাজ্যের তিন মন্ত্রী। ফিরহাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায় ও মলয় ঘটক। অনুষ্ঠান চলাকালীন হঠাৎ তুলকালাম শুরু হয় ( মন্ত্রী দের সামনেই ), বিক্ষোভ দেখাতে শুরু করেন চুক্তিভিত্তিক শ্রমিকরা, শুরু হয় চেয়ার ছোড়াছুঁড়ি। রীতিমতো মন্ত্রীদের ঘিরে ফেলে ক্ষোভ উগরে দিলেন এসএলও শ্রমিকেরা। নেতাজি ইন্ডোরের সামনের রাস্তায় বসে পড়ে শ্রমিকরা, ফেস্টুন ছিড়ে, গেট ভেঙে বিক্ষোভ দেখাতে থাকেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পৌঁছায় হেয়ার স্ট্রিট থানা, হেস্টিংস থানার পুলিশ৷ পরিস্থিতি ক্রমাগত হাতের বাইরে যেতে থাকে, হিমশিম খান দুই থানার পুলিশ। কিছু সময় পর বিক্ষোভ এতটাই রনক্ষেত্রের আকার ধারণ করে যে পার্কস্ট্রিট থানার পুলিশও ঘটনাস্থলে আসে৷ অবরোধ হটাতে লালবাজার থেকে এসে পৌঁছাল বিশাল পুলিশ বাহিনী।
Report by রাহুল গুপ্ত
Reported on – 29/12/2020
More Stories
বেহালার জাদুঘর হয়েছে আরও আকর্ষণীয়
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে
নিজাম থেকে এসএসকেএমে গেলেন কেষ্ট মন্ডল