নিজস্ব সংবাদদাতা : FATF (ফিনান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স)-এর ধূসর তালিকা থেকে বেরতে মরিয়া পাকিস্তান। ২১ থেকে ২৬ ফেব্রুয়ারি সংস্থার বৈঠক রয়েছে। সেখানে ফের পাকিস্তানের অবস্থান নিয়ে আলোচনা হওয়ার কথা। তার ঠিক আগে নিজেদের ভাবমূর্তি ফেরাতেই ইসলামাবাদের তরফে বড় সিদ্ধান্ত নেওয়া হলো। ভারতে একাধিক জঙ্গি হামলার মূল চক্রী সন্ত্রাসবাদী মাসুদ আজহারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি পাকিস্তানে। জৈশ-ই-মহম্মদের প্রধান ছাড়াও ওই গোষ্ঠীর আরও কয়েকজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে গুজরানওয়ালার আদালত। গত শুক্রবারই ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী লস্কর-ই-তইবার শীর্ষ কমান্ডার জাকিউর রহমান লাকভিকে কারাদণ্ডের সাজা শুনিয়েছে পাকিস্তানের একটি আদালত। এবার এই সাজা ঘোষণাকে ‘প্রহসন’ বলে কটাক্ষ করল ভারত। বিদেশমন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব ইসলামাবাদকে খোঁচা মেরে জানিয়েছেন, এসবই FATF -এর ধূসর তালিকা থেকে বেরনোর চেষ্টা। ২০১৮ সালের জুন মাসে ধূসর তালিকাভুক্ত করা হয় ইমরান খানের দেশকে। সন্ত্রাসে আর্থিক মদত দেওয়া ও আর্থিক দুর্নীতির অভিযোগ থেকে মুক্ত হতে অ্যাকশন প্ল্যানগুলি মেনে চলতে নির্দেশ দেওয়া হয়েছিল তাদের। পরে করোনার কারণে ডেডলাইন বাড়ানো হয়। কিন্তু পরিস্থিতির উন্নতি হয়নি। আগেই জানা গিয়েছিল, ২৭টি অ্যাকশন প্ল্যানের মধ্যে অধিকাংশই মেনে চললেও সন্ত্রাসে আর্থিক মদত দেওয়ার বিষয়ে অ্যাকশন প্ল্যান কার্যকর করতে পারেনি পাক সরকার। স্বভাবতই সেই কারণেই ধূসর তালিকা থেকে মুক্তিও মেলেনি। ধূসর তালিকার ছায়া থেকে বেরতে হলে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যে কঠোর পদক্ষেপ নিতেই হবে, সেটা পরিষ্কার বুঝতে পেরেছে ইসলামাবাদ। তবে এর পিছনে তাদের কতটা সদিচ্ছা রয়েছে তা নিয়ে প্রশ্ন থেকেই যায়।
Report by Web Desk
Reported on – 10/01/2021
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল