নিজস্ব সংবাদদাতা : ধেয়ে আসছে দুর্যোগ। পূর্ব মেদিনীপুরের সমুদ্র উপকূলবর্তী এলাকায় সর্তকতা জারি করল আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার এবং শুক্রবার এই দু’দিন উপকূলবর্তী পূর্ব মেদিনীপুর ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। একই সঙ্গে ঘন্টায় ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে,যার জেরে জেলার উপকূলবর্তী অঞ্চলে সর্তকতা জারি করা হয়েছে। পুজোর মধ্যে দুর্যোগে মাথায় হাত দিঘার হোটেল ব্যবসায়ীদের। অনেকেই বলছেন পুজোর মধ্যে দিঘার পর্যটন ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। একটু একটু করে পর্যটকদের আনাগোনা বাড়ছে। এর মধ্যে যদি নতুন করে ফের দুর্যোগ শুরু হয় তাহলে পর্যটকদের আসা একেবারেই কমে যাবে। ব্যাপক ক্ষতির মুখে পড়তে হবে তাদের। আবহাওয়া দপ্তর সূত্রে খবর, পূর্ব মেদিনীপুরের দিঘা, শংকরপুর, মন্দারমনি, তাজপুর সহ জেলার সমস্ত সমুদ্র সৈকতে পর্যটকদের গতিবিধি নিয়ন্ত্রন করা হয়েছে। সমুদ্রে নামা সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশ দেয়া হয়েছে। মত্স্যজীবীদের গভীর সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করা হয়েছে। পর্যটকদের সী বীচে যেতে নিষেধ করা হয়েছে। পাশাপাশি বিপর্যয় মোকাবিলা বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। দ্রুত উপকূলবর্তী এলাকায় মানুষকে সরিয়ে আনা যায় যাতে তার ব্যবস্থা রাখা হচ্ছে এমনটাই জানা গেছে জেলা প্রশাসন সূত্রে, পরিস্থিতির জন্য রাখা হয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনীকে। পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা রাখা হয়েছে।গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বর্ষণের সতর্কবার্তা রয়েছে। পাশাপাশি ষষ্ঠী থেকে অষ্টমী পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলা যেমন উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলিতেও ভারী বর্ষণের সম্ভাবনা আছে।
New Hopes New Visions
More Stories
শীতের ঠান্ডায় গরমাগরম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট
বেহালায় নতুন বছরে জাতীয়স্তরের ক্যারাটে প্রতিযোগিতা
বৃষ্টিভেজা নর্দান পার্কে জয় হল ফুটবলের , চ্যাম্পিয়ন সুরুচি সংঘ