নিজস্ব সংবাদদাতা : ধোনির ছোট্ট মেয়ে জিভাকে ধর্ষণের হুমকি দেওয়ার জেরে ধোনির রাঁচির সিমালিয়ার ফার্ম হাউসের বাইরে নিরাপত্তা বাড়ানো হল। এই মুহূর্তে ধোনির স্ত্রী ও মেয়ে ওই ফার্ম হাউসেই রয়েছেন। আর আইপিএলে অংশ নিতে মহেন্দ্র সিং ধোনি রয়েছেন সংযুক্ত আরব আমিরশাহিতে। পুলিশ সুপারিটেন্ডেন্ট নৌশাদ আলম জানাচ্ছেন, ”ধোনির ফার্ম হাউসের আশপাশে নিয়মিত টহল দেওয়া হচ্ছে। ওঁর বাড়ির আশপাশে সন্দেহভাজন কেউ ঘোরাফেরা করছে কিনা, নজরে রাখা হচ্ছে তাও।পুলিশের একটি বাহিনী তৈরি রাখা হয়েছে ফার্ম হাউসের কাছে। যদি কোনও অনভিপ্রেত ঘটনা ঘটলে, তারাই মোকাবিলা করবে”। গত বুধবার কেকেআরের কাছে ১০ রানে হেরে যায় চেন্নাই সুপার কিংস। এরপরই ধোনি ও সাক্ষী দু’জনের ইনস্টাগ্রামেই জিভার প্রতি কুত্সিত মন্তব্য করে কয়েকজন নেটিজেন। এমনকী জিভাকে ধর্ষণের বর্ণনাও দেওয়া হয়।ধোনি বা তাঁর দল পারফর্ম করতে পারছে না, সেজন্য এমন হীন ও কদর্য মন্তব্য যে কেউ করতে পারে, তা বিশ্বাসই হচ্ছে না অনেকের। অনেকেই সাইবার অপরাধীদের শাস্তির দাবিও জানিয়েছেন। এর আগে বিশ্বকাপ বা অন্য কোনও গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় ভারতীয় দল হেরে গেলে ক্রিকেটারদের বাড়িতে পাথর ছোঁড়ার ঘটনাও ঘটেছে। কিন্তু কোনও ক্রিকেটারের মেয়েকে এমন ভয়ঙ্কর হুমকি দেওয়ার ঘটনা আগে ঘটেনি।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
বিরাটের জন্য আবেগঘন পোস্ট অনুষ্কার
একেই বলে ‘লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’