আমদাবাদ: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের চলতি মরসুমে গত বুধবার কলকাতার বিরুদ্ধে চেন্নাই ম্যাচ হারার পরই একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কুরুচিকর পোস্ট ছড়িয়ে পড়ে মহেন্দ্র সিংহ ধোনির মেয়ে জিভাকে নিয়ে। একরত্তি মেয়েকে ধর্ষণের হুমকিও দেওয়া হয় ইনস্টাগ্রামে। সেই পোস্টের বিরুদ্ধে কয়েকজন নেটিজেনই সরব হন। তারই পরই হইহই পড়ে যায় নেটদুনিয়ায়। ঘটনার তদন্তে নামে বিহার পুলিশ। গুজরাতের কচ্ছ ভূজ পুলিশ ১৬ বছরের একটি ছেলেকে এই ঘটনায় গ্রেফতার করেছে।
New Hopes New Visions
More Stories
শীতের ঠান্ডায় গরমাগরম গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট
বেহালায় নতুন বছরে জাতীয়স্তরের ক্যারাটে প্রতিযোগিতা
বৃষ্টিভেজা নর্দান পার্কে জয় হল ফুটবলের , চ্যাম্পিয়ন সুরুচি সংঘ