নিজস্ব সংবাদদাতা : এতদিন ধরে লোকাল ট্রেন বন্ধ রাখার সুযোগকে কাজে লাগিয়েছে রেল কর্তৃপক্ষ। সুযোগে ব্যবহার করে একেবারে ঝাঁ চকচকে করে ফেলা হয়েছে শিয়ালদহ স্টেশনকে। ঢোকার মুখে স্বাগত জানাতে তৈরি হয়েছে নানা শিল্পকার্য। পোস্টারে মুড়ে গিয়েছে শিয়ালদহ স্টেশন।করোগেটেড সিলিং বদলাচ্ছে কাঠের ব্লকে। তার ওপর বসছে এলইডি লাইটের সজ্জা। স্টেশনের ভিতর তৈরি হয়েছে দোতলা শপিং কমপ্লেক্স। সেখানে থাকবে ১৫-২০টি দোকান। ফ্লাইওভারের দিক থেকে স্টেশনে ঢোকার মুখের রাস্তায় তৈরি হচ্ছে দোকান। সব মিলিয়ে একেবারে নতুন রূপে সেজে উঠেছে শিয়ালদহ স্টেশন। শুধু অপেক্ষার যাত্রীর।আর সেই অপেক্ষার দিন প্রায় ফুরিয়েছে।হাতে একদম সময় নেই, অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী সপ্তাহে বুধবার থেকেই ফের চালু হচ্ছে লোকাল ট্রেন। লোকাল ট্রেন চালু হওয়ার খবরে যেন হাফ ছেড়ে বেঁচেছে শহরবাসী। স্টাফ স্পেশাল ট্রেন চললেও বন্ধ ছিল লোকাল ট্রেন। কিন্তু বেশিরভাগ নিত্যযাত্রীরাই যাতায়াত করতেন ট্রেনে। ফলে এতদিন ট্রেন বন্ধ থাকায় চরম সমস্যায় পড়েছিলেন অনেকেই। যাত্রীদের সুবিধার্থে ফের বুধবার থেকে চালু হচ্ছে লোকাল ট্রেন। তবে, করোনা আবহে যাত্রীদের সুরক্ষার কথা চিন্তা করে রবিবার ছুটির দিনেও শিয়ালদায় কারশেডে থাকা ট্রেনগুলির প্রতিটি কোচে চলল জীবানুমুক্ত করণের কাজ। যাত্রী সুরক্ষা নিশ্চিত করতে ছুটির দিনেও মাথার ঘাম পায়ে ফেলে জীবানুমুক্তকরণের কাজ করছে রেল কর্তৃপক্ষ।অন্যদিকে ইতিমধ্যেই হয়ে গিয়েছে ট্রেনে কামরার আসন চিহ্নিতকরনের কাজও। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে ট্রেনে ১২০০ লোক বসার বদলে বসবে ৬০০ লোক। সেভাবেই ট্রেনে করা হয়েছে চিহ্নিতকরণ। জানা গিয়েছে নতুন টাইমটেবিল নয়, পুরনো টাইমটেবিল অদলবদল করে চলবে ট্রেন। বর্তমানে পরিস্থিতিতে লোকাল ট্রেন চালানোর ক্ষেত্রে স্টেশনেও নিরাপত্তার ব্যবস্থা রাখা হচ্ছে
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন