নিজস্ব সংবাদদাতা : আইপিএল নিয়ে নতুন করে চিন্তাভাবনা শুরু করে দিল সৌরভ গাঙ্গুলীর নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। বোর্ড সূত্রেও এই ব্যাপারে ইঙ্গিত মিলেছে। তবে এ ব্যাপারে সিলমোহর পড়তে চলেছে আগামী ২৪ ডিসেম্বর বোর্ডের বার্ষিক সভায়। শোনা যাচ্ছে ,এবার আইপিএলের নিয়মে বড়সড় পরিবর্তন হতে চলেছে। এতদিন পর্যন্ত আইপিএল হত রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে দুই লিগের মাধ্যমে। প্রত্যেকটি দল ১৪ টি করে ম্যাচ খেলার সুযোগ পেত। শেষে যে চারটি দল পয়েন্ট টেবিলের প্রথমে থাকতো তারা প্লে অফ খেলতো।২০২১-এর আইপিএলে দশটি দলকে দুটি গ্রুপে ভাগ করে দেওয়া হবে। প্রত্যেকটি দলই নিজের গ্রুপের বাকি চার দলের সঙ্গে একটি করে এবং অন্য গ্রুপের পাঁচটি দলের সঙ্গে হোম এবং আওয়ে মিলিয়ে দুটি করে ম্যাচ খেলবে। আইপিএলের নতুন ফর্ম্যাট দেখতে জটিল লাগলেও এতে অনেকটা সময় বাঁচাতে পারবে বিসিসিআই। তবে ২০২১ সালের আইপিএলে দলের সংখ্যা বেড়ে দশ হতে চলেছে। রাউন্ড রবিন ফর্ম্যাটে খেলা হলে, প্রতি দলকে লিগ স্তরে ১৮টি করে ম্যাচ খেলতে হবে। তাতে টুর্নামেন্ট দীর্ঘতর হওয়ার সম্ভাবনা থাকায় ফর্ম্যাট পরিবর্তনের চিন্তাভাবনা করছে বিসিসিআই।আইপিএলের লিগ স্তরের ফর্ম্যাট পরিবর্তনের চিন্তাভাবনা শুরু হলেও প্লে-অফের নিয়ম অপরিবর্তিত রাখা হতে পারে বলে বিসিসিআই সূত্রে খবর। লিগ পর্যায়ে সর্বাধিক পয়েন্ট কিংবা রান রেটের অধিকারী চার দলকে নক আউট স্তরে জায়গা দেওয়া হবে। দুটি কোয়ালিফায়ার, একটি এলিমিনেটর এবং ফাইনাল ম্যাচ দিয়ে টুর্নামেন্টের পরিসমাপ্তি ঘটবে। করোনা উদ্বেগের মধ্যেই এবার ব্যাপক সাফল্য পেয়েছে আইপিএল। দারুন সাফল্যের মুখ দেখেছে বিসিসিআইও। আর তাই ২০২০-র আইপিএল শেষ হতে না হতেই ২০২১- এর পরিকল্পনা শুরু করে দিলো বোর্ড।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
বিরাটের জন্য আবেগঘন পোস্ট অনুষ্কার
একেই বলে ‘লিডিং ফ্রম দ্য ফ্রন্ট’