নিজস্ব সংবাদদাতা : করোনা পরিস্থিতির জেরে ক্রিসমাস বা নিউ ইয়ার সেলিব্রেশনে কাটছাঁট করতে বাধ্য হয়েছেন সবাই। প্রশাসনের পক্ষ থেকেও কড়া নির্দেশিকা জারি করা হয়েছে। দেশের বেশ কিছু শহরে একেবারেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে কোনও রকম জমায়েত বা উত্সব পালনে।আহমেদাবাদ শহরে পুলিশের পক্ষ থেকে নাইট কার্ফুতে কড়াকড়ি করা হয়েছে। কোনও রকম জমায়েত বা উত্সব পালন করা হবে না এই ছুটির দিনগুলিতে, জানিয়েছে পুলিশ। ডিসিপি (কন্ট্রোল রুম) হর্ষদ প্যাটেল জানিয়েছেন উত্সবের দিনগুলিতে শহর জুড়ে ছড়িয়ে থাকবে উর্দি ধারী ও সাদা পোশাকের পুলিশ। সিমলা, কুল্লু, কাংড়া ও মান্ডিতে কোনও উত্সব করা চলবে না বলে জানিয়ে দেওয়া হয়েছে। ৫ই জানুয়ারি পর্যন্ত নাইট কার্ফু জারি থাকবে বলে খবর।এই পরিস্থিতিতে করোনার ভ্যাকসিন নিয়ে নয়া আশার আলো দেখিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের প্রতিমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে। তিনি বলেন, প্রত্যেকে করোনা ভ্যাকসিন পাবেন। প্রাথমিক পর্যায়ে প্রতিদিন প্রতিটি কেন্দ্র থেকে ১০০ জনকে ভ্যাকসিন দেওয়া হবে। প্রায় ২ কোটি ‘কোভিড-যোদ্ধা’কে এই ভ্যাকসিন দেওয়া হবে। সেই তালিকার প্রথম শুরুতেই রয়েছে পুলিশ, সিকিউরিটি পার্সোনাল, পুরসভার কর্মীরা। এছাড়াও যে সমস্ত কর্মীরা একেবারে সামনে থেকে করোনার সঙ্গে লড়াই করছেন তাদেরকেও দেওয়া হবে বলে সিদ্ধান্ত সরকারের। তৃতীয় ধাপে সিনিয়র সিটিজনদের দেওয়া হবে ভ্যাকসিন। কেন্দ্রীয় সরকারের পরিকল্পনা, প্রায় ২৭ কোটি বয়স্ক মানুষকে দেওয়া হবে ভারতের তৈরি ভ্যাকসিন।
Report by staff reporters
Reported on – 17/12/2020
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
রমরমিয়ে চলছে রাজ্য খাদি মেলা
জমজমাট করেই শুরু হল রাজ্য খাদি মেলা