নিজস্ব সংবাদদাতা : ২০২১ এর প্রথম দিনেই জিও থেকে অন্য যে কোনও নেটওয়ার্কে কল ফ্রির কথা ঘোষণা করল জিও। এতদিন জিও থেকে জিও কল ফ্রি থাকলেও এই সুবিধা বন্ধ ছিল। ১ জানুয়ারি ২০২১ থেকে interconnect usage charges (IUC) বন্ধ হয়ে যাওয়ায় এই সুবিধা দিচ্ছে জিও। এর ফলে কী লাভ হবে? রিলায়েন্স জিও-র এই সিদ্ধান্তের পর ১ জানুয়ারি থেকে সারাদেশে যে কোনও নেটওয়ার্কে বিনামূল্যে কল করা যাবে। এর জন্য কোনও মূল্য দিতে হবে না। বর্তমানে IUC-র কারণেই গ্রাহকদের এই চার্জ দিতে হচ্ছিল। ২০১৯ সালে ট্রাই, বিল অ্যান্ড কিপ ব্যবস্থার সময়সীমা ২০২০ সালের ১ জানুয়ারির পর বাড়িয়ে দিয়েছিল। জিও-র তরফে বলা হয়েছিল, গ্রাহকদের কাছ থেকে অফ-নেট ভয়েস কলের জন্য চার্জ নেওয়া ছাড়া আর কোনও উপায় নেই। তা হবে প্রযোজ্য আইইউসি চার্জের সমান হার। তবে জিও তার গ্রাহকদের আশ্বাস দিয়েছিল যে এই চার্জটি কেবল ততক্ষণ অব্যাহত থাকবে যতক্ষণ না ট্রাই আইআইসি চার্জ বাতিল করে দেয়। সেই প্রতিশ্রুতিই পালন করেছে সংস্থা। অবশ্য অন-নেট ঘরোয়া ভয়েস কলগুলি সবসময় বিনামূল্যেই করা যেত জিও নেটওয়ার্কে। সংস্থার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, জিও ভারতীয় নাগরিকদের ভিওএলটিইয়ের মতো উন্নত প্রযুক্তির সুবিধা দেওয়ার জন্য করে প্রতিশ্রুতিবদ্ধ। সবচেয়ে কম মূল্যে উন্নত মানের পরিষেবা দেওয়াই তাঁদের লক্ষ্য।
Report by নিজস্ব সংবাদদাতা
Reported on – 01/01/2021
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
জমজমাট সমকালীন সংস্কৃতির মোহনামুখী নাট্যউৎসব
বড়দিনে সেজে উঠল এলগিন রোড