নিজস্ব সংবাদদাতা : লোকসভার স্পিকার ওম বিড়লা জানালেন, ১০ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন সংসদ ভবনের ভূমি পুজো করবেন, এরপর নতুন সংসদ ভবনের শিলন্যাস করা হবে। ১১ ডিসেম্বর থেকে নতুন সংসদ ভবন নির্মাণের কাজ শুরু হয়ে যাবে।নতুন ভবনটি ত্রিভূজ আকারের। নকশা করেছে এইচসিপি ডিজাইন প্ল্যানিং অ্যান্ড ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড। ৬৪,৫০০ বর্গমিটারের ভবন নির্মাণে খরচ পড়বে ৯৭১ কোটি টাকা। বরাত পেয়েছে টাটা প্রজেক্ট লিমিটেড। সাংসদদের জন্য লাউঞ্জ, বিভিন্ন কমিটির ঘর, বড় ডাউনিং এলাকা ও পর্যাপ্ত পার্কিংয়ের ব্যবস্থা থাকবে।সমস্ত সাংসদের জন্য আলাদা আলাদা কার্যালয় থাকবে আর প্রতিটি কার্যালয় লেটেস্ট ডিজাইন আর টেকনোলোজির সঙ্গে যুক্ত থাকবে। তিনি জানান, নতুন সংসদ ভবনের কার্যালয়গুলো কাগজবিহীন অফিসের দিকে প্রথম পদক্ষেপ বলা যেতে পারে। নতুন ভবনে লোকসভায় বসার আসন ৮৮৮টি। রাজ্যসভায় বসতে পারবেন ৩২৬ জন। লোকসভা হলে থাকতে পারবেন ১২২৪ জন সদস্য। নতুন বিল্ডিং ভূমিকম্প রোধী হবে। এই বিল্ডিং নির্মাণের জন্য ২ হাজার মানুষ প্রত্যক্ষ আর ৯ হাজার মানুষ পরোক্ষ ভাবে যুক্ত থাকবেন। নয়া প্রস্তাবিত ভবনটি সম্পর্কে স্পিকার ওম বিড়লা জানান, ”গণতন্ত্রের মন্দির ১০০ বছর পূর্ণ করতে চলেছে…এটা আমাদের দেশবাসীর জন্য় গর্বের বিষয় যে নতুন ভবনটি আমাদের দেশের লোকেদের হাতেই গড়ে উঠছে, যা আত্মনির্ভর ভারতের বড়সড় উদাহরণ। নতুন ভবনটিতে দেশের সাংস্কৃতিক বৈচিত্র ফুটে উঠবে। আশা করছি, ৭৫ তম স্বাধীনতা দিবসে নয়া ভবনে সংসদের অধিবেশন বসবে”।
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল