মার্চ 25, 2023

Disha Shakti News

New Hopes New Visions

নতুন স্যাটেলাইটের সফল উৎক্ষেপণ


নিজস্ব সংবাদদাতা : দায়িত্ব ও কর্তব্য পালনে অবিচল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। হাতে এলো তারই সুফল।দেশ তথা বিশ্বব্যাপী করোনা পরিস্থিতির মাঝেই মহাকাশে নতুন যান পাঠালো ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। নতুন মহাকাশযানের নাম ‘অল ওয়েদার আর্থ ইমেজিং স্যাটেলাইট’ ইওএস-০১। এছাড়াও আরও ৯টি উপগ্রহ মহাকাশে পাড়ি দিয়েছে।অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস সেন্টার থেকে পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকল্’ (পিএসএলভি)-সি৪৯-এর পিঠে চেপে মহাকাশে পাড়ি দিয়েছে ইওএস-০১ এবং আরও ৯টি উপগ্রহ।প্রসঙ্গত, শ্রীহরিকোটা থেকে এটি ৭৬তম মহাকাশযান উৎক্ষেপণ।ইসরো সূত্রের খবর, ‘অল ওয়েদার আর্থ ইমেজিং স্যাটেলাইট ইওএস-০১ উপগ্রহটিতে রয়েছে অত্যাধুনিক রাডার ইমেজিং ব্যবস্থা।যা অনেক উপর থেকেও নিখুঁত ছবি তুলতে সক্ষম। তথ্য অনুযায়ী এই উপগ্রহটি কৃষি, যানবাহন, দেশের বনাঞ্চল রক্ষা ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার ক্ষেত্রে ব্যবহার করা হবে। ইসরোর তরফে টুইট করে জানানো হয় রকেট প্রত্যেকটি উপগ্রহকে নিজস্ব অরবিটে পাঠাতে সক্ষম হয়েছে। উল্লেখ্য, এই নিয়ে বিশ্বের ৩৩ টি দেশের ৩২৮ টি স্যাটেলাইট সফলভাবে মহাকাশে পাঠাল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা।চলতি বছরের শুরুতেই EOS-01-এর উত্ক্ষেপণের কথা ছিল। কিন্তু করোনা অতিমারীর কারণেই তা পিছিয়ে যায়। এটি ২০২০ সালে ভারতের প্রথম মহাকাশ অভিযান। তবে সংক্রমণের কথা মাথায় রেখে এই উত্ক্ষেপণের থেকে দূরে রাখা হয় সংবাদমাধ্যম ও দর্শকদেরও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি শুভেচ্ছাও জানিয়েছেন লকডাউনের পর্ব কাটিয়ে ফের ইসরোর পথচলা শুরু করার জন্য। প্রধানমন্ত্রী বলেছেন, ‘ইসরো ও ভারতীয় স্পেশ ইন্ডাস্ট্রিকে অভিনন্দন জানাতে চাইব এদিনের সফল উত্ক্ষেপণের জন্য। আমাদের বিজ্ঞানীরা সময়ের বিরুদ্ধে লড়ে যেটা সফল করে তুলেছেন’।

Share this News
error: Content is protected !!