সরকারি ছুটির তালিকা ক্রমশ দীর্ঘায়িত হচ্ছে। নবান্নের ছুটির ক্যালেন্ডারে আরও ৩ টি জুড়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত মাসে বাঁকুড়ায় প্রশাসনিক সভা করেছেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি ঘোষণা করেছিলেন আদিবাসী নেতা বিরসা মুন্ডার জন্মদিনে সরকারি ছুটি থাকবে। ১৮৭৫ সালের ১৫ নভেম্বর রাঁচিতে জন্ম হয়েছিল বিরসা মুন্ডার। অর্থাত্ তাঁর জন্মতিথি ১৫ নভেম্বর ছুটি থাকবে রাজ্য সরকারি সমস্ত অফিস-কাছারি এবং স্কুল কলেজ।গত ৯ ডিসেম্বর বনগাঁয় রাজনৈতিক সভা করেছেন তৃণমূল নেত্রী। সেই সভা থেকে ফের প্রশাসনিক সিদ্ধান্ত ঘোষণা করে তিনি জানিয়েছেন, মতুয়া ধর্মগুরু হরিচাঁদ ঠাকুরের জন্মতিথিতে সরকারি ছুটি ঘোষণা করা হচ্ছেঅর্থমন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, ২৬ চৈত্র মধুকৃষ্ণ ত্রয়োদশীতে হরিচাঁদ ঠাকুরর জন্ম। বাংলা পঞ্জিকা মতে আগামী বছর সেই দিনটা হবে ৯ এপ্রিল। প্রতি বছর ওই বাংলা পঞ্জিকা ধরে ৯ বা ১০ এপ্রিল হরিচাঁদ ঠাকুরের জন্মতিথি উপলক্ষে ছুটি থাকবে।উত্তরবঙ্গে তৃণমূলের কর্মিসভা ছিল। ওই মঞ্চে দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন রাজবংশী নেতা তথা কোচবিহারের সংস্কারক ঠাকুর পঞ্চানন বর্মার জন্মদিনেও এবার থেকে সরকারি ছুটি থাকবে। ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী পঞ্চানন বর্মার জন্মতিথি হল ১৩ ফেব্রুয়ারি। তাই এ বার থেকে ওই দিন সমস্ত সরকারি অফিস কাছারি স্কুল কলেজ ছুটি থাকবে। মহার্ঘ ভাতা নিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের বড় অংশের অসন্তোষ অজানা নয়। বুধবার এ ব্যাপারে কলকাতা হাইকোর্টে শুনানিও রয়েছে। এরই মাঝে সরকারি কর্মচারীদের জন্য ছুটির ঘোষণা খানিকটা সান্তনা পুরস্কারের মতোই বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।
Report by Rahul gupta
Reported on – 16/12/2020
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন