নিজস্ব সংবাদদাতা : বিসর্জনের আগে পুজো মণ্ডপে ভেঙে পড়ল ৪১ ফুটের কালী প্রতিমা। আর এই খবর ছড়িয়ে পড়তেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার ফুলিয়াতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সকালে ফুলিয়া নতুন সংঘের ৪১ ফুটের কালীপ্রতিমা ভেঙে পড়ে। প্রতিমা ভেঙে পড়ার খবর চাউর হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ওই এলাকায়। ক্লাবের এক সদস্য জানান, এই ক্লাবে তিন বছর ধরে বড় উচ্চতার প্রতিমা তৈরি করা হচ্ছে। তিনি বলেন, ‘‘আমাদের প্রতিমার উচ্চতা ৪১ ফুট নয় ছিল ৩১ ফুট। এবছর কেন এমন ঘটনা ঘটল বুঝে উঠতে পাচ্ছি না।’’ তবে আবার নতুন করে পুজো করার সিদ্ধান্ত নিয়েছেন তারা। তবে এই ঘটনা ঘটায় এলাকার মানুষদের মধ্যে বিষণ্নতা। কেন এমন ঘটনা ঘটল কেউ বুঝে উঠতে পাচ্ছে না।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন