নিজস্ব সংবাদদাতা : মন্দিরে চুরি এখন প্রায় নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। প্রায়শই শোনা যায় এই কথা। এবার ঘটনাটি ঘটেছে নবদ্বীপ থানার পাগলা পীরতলার গোপীনাথ মন্দিরে। মন্দিরের পিছন দিকের গ্রিলের তালা কেটে দরজা খুলে চুরি করে পালিয়ে যায় চোর। শোনা গিয়েছে, পিতলের মদন গোপাল, জগন্নাথ এবং কষ্টি পাথরের গিরিরাজ বিগ্রহ, শ্রীকৃষ্ণের তিন ফুটের রুপোর বাঁশি, রাধারানী ও নিতাই গৌরের পায়ের রুপোর মল ও রুপোর শঙ্খ চুরি হয়েছে। এই বিষয়ে মন্দিরের পূজারী মোহন দাস জানান, প্রতিদিনের মত ভোর সাড়ে চারটের সময় মঙ্গল আরতি করার জন্য মন্দিরের ভিতরে ঢুকতেই ঘটনাটি নজরে আসে। এরপর তিনি দেখতে পান মন্দিরে পিছনের গ্রিলের তালা কাটা এবং কাঠের দরজা খোলা। তারপর তিনি নবদ্বীপ থানায় বিষয়টি জানান। ইতিমধ্যে এই ঘটনার তদন্ত শুরু করেছে নবদ্বীপ থানার পুলিশ।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন