নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর সহায়তা কেন্দ্র অফিসে হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। অভিযোগ ওই অফিসে ইট ছুড়ে জিনিসপত্র ভাঙচুর করেছে একদল দুষ্কৃতী। বেশ কয়েকটি বাইক ভাঙার ঘটনাও ঘড়েছে বলে খবর এসেছে!গত ৮ জানুয়ারিই নন্দীগ্রামে সভা করে গিয়েছেন শুভেন্দু অধিকারী। তখনই বোঝা গিয়েছিল যথেষ্ট রাজনৈতিক উত্তাপ রয়েছে নন্দীর্গামে। এদিন অভিযোগ ওঠে, নন্দীগ্রাম জুড়ে বিজেপির পতাকা ছিঁড়ে দেওয়া হয়েছে। অফিসের সামনে থাকা মোটর বাইক ভেঙে পুকুরে ফেলে দেওয়ার হয়েছে। পাশাপাশি বলা হয়, বিজেপির প্রচুর পতাকাnh ছিঁড়ে আগুনে জ্বালিয়ে দেওয়া হয়েছে। তৃনমুল আশ্রিত দুষ্কৃতীরাই এই কাজ করেছে বলে অভিযোগ বিজেপির। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃনমুল।উল্লেখ্য আজই মমতা বন্দোপাধ্যায়ের ফ্লেক্স ছেড়ার প্রতিবাদ জানিয়ে আজ প্রতিবাদ মিছিল ও সভা করে তৃণমূল। সেই প্রতিবাদ মিছিল থেকেই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছে বিজেপি নেতৃত্ব।প্রসঙ্গত এ দিন দলের প্রতিবাদ সভা থেকে বিজেপিকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন নন্দীগ্রামের তৃনমুল নেতা শেখ সুফিয়ান। প্রতিবাদ সভার আগে এদিন মিছিলও করে তৃনমুল।
Report by web desk
Reported on – 10/01/2021
More Stories
জমজমাট সমকালীন সংস্কৃতির মোহনামুখী নাট্যউৎসব
বেহালায় নতুন বছরে জাতীয়স্তরের ক্যারাটে প্রতিযোগিতা
বড়িশায় শুরু বইমেলা ,চলবে ২৬ ডিসেম্বর পর্যন্ত