মার্চ 24, 2023

Disha Shakti News

New Hopes New Visions

নবান্ন থেকে ৬৯ পুজোর ভার্চুয়াল উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী


নিজস্ব সংবাদদাতা : উত্তরবঙ্গ দিয়ে শুরু হয়ে গেলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পুজো উদ্বোধন পর্ব । কোচবিহার, কালিম্পং, জলপাইগুড়ি-সহ উত্তরের প্রত্যেকটি জেলা এবং দক্ষিণবঙ্গে নদিয়া, মুর্শিদাবাদের পুজো উদ্বোধন করেন তিনি। নবান্নের সভাঘর থেকে ভার্চুয়ালি উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ মিলিয়ে মোট ৬৯টি পুজোর উদ্বোধন করলেন তিনি। এই প্রথমবার নবান্নের সভাঘর থেকে পুজোর উদ্বোধনপর্ব চলল। নিউ নর্মাল পরিস্থিতিতে তাই নবান্নের সভাঘরকেও পুরোপুরি অন্যরকমভাবে সাজিয়ে তোলা হয়েছে। একেকটি পুজোর উদ্বোধন করছিলেন এবং সেখানকার মহিলাদের উলুধ্বনি দিয়ে, ঢাকিদের ঢাক বাজিয়ে উমাকে স্বাগত জানানোর জন্য উত্সাহ দিচ্ছিলেন মমতা। সেইসঙ্গে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি-সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে সফরের স্মৃতি উসকে দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী। উদ্বোধনের শেষে মা দুর্গার কাছে মুখ্যমন্ত্রীর আহ্বান, ‘দাঙ্গা থেকে, অন্যায় থেকে, সংকট থেকে সকলকে মুক্ত করো মা!’ এইভাবেই নাম না করে বিজেপিকেও একহাত নেন মমতা।এরপরন নবান্ন থেকে বেরিয়ে সোজা আহিরীটোলা সর্বজনীনের পুজোমণ্ডপে চলে যান মুখ্যমন্ত্রী। সেখানে গিয়ে পুজো উদ্বোধন করেন। করোনার কারণে এবার আর মণ্ডপে গিয়ে দুর্গাপুজোর উদ্বোধন করা সম্ভব হবে না বলে আগেই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তিনি নিজেই উপায় বের করে বলেন এবার ভার্চুয়ালি পুজোর উদ্বোধন করবেন তিনি। শহরের ক্লাবগুলির জন্য তিনটি দিনও নির্দিষ্ট করে দিয়েছেন। ১৫ অক্টোবর নর্থ, ১৬ অক্টোবর বেহালা-যাদবপুর আর ১৭ অক্টোবর দক্ষিণ কলকাতার পুজোর উদ্বোধন করবেন মমতা। সেই মত ক্লাবগুলিকে আবেদন পাঠাতেও বলা হয়।কলকাতার পুজো উদ্বোধনের আগেই উত্তরবঙ্গের পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। এখনও বাকি আটদিন তার আগেই উত্তরবঙ্গে পুজো শুরু হয়ে গেল। পুজোর উদ্বোধন করেও করোনা নিয়ে রাজ্যবাসীকে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী। বারবার সকলকে মাস্ক পরার অনুরোধ জানিয়েছেন তিনি। মাস্ক ছাড়া কাউকে যেন মণ্ডপে প্রবেশ করতে না দেওয়া হয় তা নিয়ে ক্লাব কর্তাদের সতর্ক করেছেন তিনি। ভিড় এড়াতে পুজো মণ্ডপ গুলি খোলামেলা রাখার নির্দেশ দিয়েছেন তিনি

Share this News
error: Content is protected !!