নিজস্ব সংবাদদাতা : মেট্রোয় চেপে এবার কালীপুজো দিতে যাওয়া যাবে দক্ষিনেশ্বর মন্দিরে। নিউ গড়িয়া থেকে মাত্র এক ঘণ্টায় পৌঁছে যাওয়া যাবেন দক্ষিণেশ্বর। ভাড়া মাত্র ৩০ টাকা। বর্তমানে দক্ষিণ শহরতলির প্রান্তিক স্টেশন থেকে নোয়াপাড়া পর্যন্ত মেট্রোর ভাড়া ২৫ টাকা। এই রুটের ট্রেন দক্ষিণেশ্বর পর্যন্ত গড়ালে যাত্রীদের গুনতে হবে অতিরিক্ত পাঁচ টাকা।নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত বর্ধিত রুটে দুটি স্টেশন হয়েছে। একটি বরাহনগর ও অন্যটি দক্ষিণেশ্বর। কলকাতার প্রথম যে মেট্রো রুট সেই পথেরই এবার এক্সটেনশন হচ্ছে দক্ষিণেশ্বর পর্যন্ত। ইস্ট-ওয়েস্ট মেট্রোর ট্রেন ধরতে হলে কোনও একটি জংশন স্টেশনে নেমে ট্রেন বদল করতে হবে যাত্রীদের। সব কিছু ঠিকঠাক থাকলে এবার ট্রায়াল রান শুরু হবে দক্ষিণেশ্বর মেট্রোয়। ১৫ নভেম্বর দক্ষিণেশ্বর মেট্রোতে সেল্ফ অপারেটেড ইঞ্জিন দিয়ে ট্রায়াল রান চালানো হবে বলে জানানো হয়েছে। মেট্রো রেল ও রেল বিকাশ নিগম লিমিটেড বা আরভিএনএলের যৌথ উদ্যোগে ট্রায়াল চলবে। কবি সুভাষ থেকে নোয়াপাড়া পর্যন্ত এতদিন মেট্রো চলছিল। এবার তা আরও চার কিমি বাড়িয়ে দক্ষিণেশ্বর পর্যন্ত করা হয়েছে। ট্রায়াল শুরুর আগে নভেম্বরের প্রথম সপ্তাহে জার্মানি থেকে নিয়ে আসা হতে পারে ট্রেন প্রোটেকশন ওয়ার্ণিং সিস্টেম। এই সিস্টেম আগে আসার কথা থাকলেও লকডাউনের জন্য তা পিছিয়ে যায়। অন্যদিকে, ট্রায়াল শুরুর আগে গোটা এলাকা পরিদর্শন করতে পারেন কমিশনার অফ রেলওয়ে সেফটি।
Reported on – 30-October-2020
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন