মার্চ 24, 2023

Disha Shakti News

New Hopes New Visions

নরেন্দ্র মোদিকে তীব্র আক্রমণ রাহুল গান্ধির


নিজস্ব সংবাদদাতা : কৃষি আইন ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি । রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে সাক্ষাত্ করার পর তিনি বলেন, “আমাদের কাছে একজন অযোগ্য ব্যক্তি আছেন যিনি কিছুই বুঝতে পারেন না এবং তিন বা চারজন অন্য লোকের হয়ে একটি সিস্টেম চালাচ্ছেন। যারা সবকিছু বোঝেন|” রাহুল বলেন, ‘চিন এখনও সীমান্তে আছে। তারা ভারতের হাজার হাজার কিলোমিটার জমি ছিনিয়ে নিয়েছে। প্রধানমন্ত্রী কেন এ বিষয়ে কথা বলেন না, কেন তিনি চুপ ?’ বৃহস্পতিবার রাহুল কৃষকদের সমর্থনে মিছিল করে রাষ্ট্রপতি ভবনের দিকে যাচ্ছিলেন। সেখানে ঢোকার আগে মিছিল আটকায় পুলিশ। অল্প কয়েকজনকে মিছিলের প্রতিনিধি হিসাবে রাষ্ট্রপতি ভবনে প্রবেশ করার অনুমতি দেওয়া হয়। এরপরে কংগ্রেস নেত্রী প্রিয়ঙ্কা গান্ধি বঢরাকে আটক করে পুলিশ। আরও কয়েকজন কংগ্রেস নেতার সঙ্গে তাঁকে বাসে চড়িয়ে থানায় পাঠানো হয়। কৃষি আইনের বিরুদ্ধে কংগ্রেস নেতারা দেশ জুড়ে দু’কোটি সই সংগ্রহ করেছেন। এদিন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের হাতে সেই সই সহ একটি আবেদনপত্র তুলে দেন রাহুল। বিতর্কিত আইনগুলি বাতিল করার জন্য রাষ্ট্রপতিকে হস্তক্ষেপের অনুরোধ করেন তিনি। রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে প্রাক্তন কংগ্রেস সভাপতি বলেন, ‘আমি প্রধানমন্ত্রীকে জানিয়ে দিতে চাই, যতক্ষণ না বিতর্কিত আইনগুলি বাতিল হচ্ছে, ততক্ষণ কৃষকরা বাড়ি ফিরে যাবেন না। সরকারের উচিত সংসদের যৌথ অধিবেশন ডেকে আইনগুলি বাতিল করা। বিরোধীরা কৃষকদের পাশে আছে।’

Share this News
error: Content is protected !!