নিজস্ব সংবাদদাতা : ডায়মন্ড হারবারে জে পি নাড্ডার কর্মীসভায় পোস্টার লাগাতে গিয়ে তৃণমূলের হাতে বিজেপি কর্মীদের আক্রান্ত হওয়ার অভিযোগ। ডায়মন্ড হারবারে একগুচ্ছ কর্মসূচি রয়েছে বিজেপি নেতা জে পি নাড্ডার। তাঁর সমর্থনে সকাল থেকে বিজেপির কর্মী-সমর্থকেরা ডায়মন্ডহারবার জুড়ে পোস্টার-ব্যানার লাগানোর কাজ চালাচ্ছেন । এই সময়ে তৃণমূলের কর্মীরা বিজেপি কর্মীদের ওপর চড়াও হয় বলে অভিযোগ । বিজেপির অভিযোগ ডায়মন্ডহারবারের নিউটাউনে পোস্টার লাগানোর সময় অতর্কিতে তৃণমূলের গুন্ডা বাহিনী আগ্নেয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর চড়াও হন। তাদের লাঠি ও রডের ঘায়ে গুরুতরভাবে জখম হন ডায়মন্ড হারবার টাউন মন্ডল কমিটির সভাপতি সুজিত হালদার ও তার অনুগামীরা। তাঁকে ডায়মন্ডহারবার সুপার স্পেশালিটি হসপিটালে ভর্তি করা হয়েছে। তৃণমূলের তরফ থেকে অবশ্য সব অভিযোগ অস্বীকার করা হয়েছে।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন