নিজস্ব সংবাদদাতা : নারদ মামলায় এবার সিবিআইয়ের কাছে হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। এই তদন্তের চার্জশিট জমা দিতে বিধানসভার অধ্যক্ষের অনুমতি প্রয়োজন। অধ্যক্ষের অনুমতি মেলেনি বলেই নারদ তদন্তে চার্জশিট জমা দিতে পারছে না সিবিআই। বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় গড়িমসি করার কারণেই তাঁরা চার্জশিট জমা দিচ্ছে পারছে না এবং পরবর্তী পদক্ষেপে দেরি হচ্ছে বলে এ দিন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে অভিযোগ করে সিবিআই। তদন্তকারী সংস্থার আইনজীবী চান্দ্রেয়ী আলম জানান, আইন অনুযায়ী এই অনুমতি প্রয়োজন। কিন্তু সিবিআই সেই অনুমতির আর্জি জানায়নি বলে মামলার শুনানিতে জানান সরকারি আইনজীবী অভ্রতোষ মজুমদার। শুনানিতে মামলাকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, সম্প্রতি সুপ্রিম কোর্টের নির্দেশে স্পিকারের কোন অনুমতি না নিয়েই এই ধরণের মামলার ক্ষেত্রে চার্জশিট জমা দিতে পারে সিবিআই। দু’ পক্ষের বক্তব্য শোনার পর গোটা বিষয়টি নিয়ে সিবিআইকে দু’ সপ্তাহের মধ্যে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। মামলাকারী অমিতাভ চক্রবর্তীর অভিযোগ ছিল, স্পিকারের অনুমতি না পাওয়ার কারণ দেখিয়ে দীর্ঘদিন নারদ তদন্তে দেরি করা হচ্ছে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনের আগেই প্রকাশ্যে আসে নারদ ভিডিও। ম্যাথু স্যামুয়েলের এই স্টিং অপারেশন নিয়ে রীতিমতো তোলপাড় শুরু হয় রাজ্য ও জাতীয় রাজনীতিতে। তার পর হাই কোর্টের নির্দেশে তদন্তে নামে সিবিআই। নারদ নিউজের প্রধান ম্যাথু স্যামুয়েল দাবি করেন, টাকার বিনিময়ে ‘রাজনৈতিক রক্ষাকবচ’ ও ‘সুবিধা’ পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেন রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা ও মন্ত্রীরা।
Report by নিজস্ব সংবাদদাতা
Reported on – 06/01/2021
More Stories
দেবাশীষ কুমারকে পেয়ে অন্ধকারে আলোর দিশা পেলেন কাউন্সেলররা
বেহালার জাদুঘর হয়েছে আরও আকর্ষণীয়
” লক্ষ্মীবারে ” যা ঘটল শহরে , এক নজরে