নিজস্ব সংবাদদাতা : সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে নাসার তোলা একটি ছবি । যা দেখে নেটিজেনরা একেবারে মুগ্ধ । বরাবরই হিমালয়ের সৌন্দর্য নাসার ক্যামেরায় নানাভাবে ধরা পড়ে । তবে এবারটি যেন অন্যরূপ । পাশে দিল্লি শহর জুড়ে আলো এবং হিমালয়ের বরফ ঘেরা সৌন্দর্য যেন এই ছবিকে অন্য মাত্রা দিয়েছে। ছবিটি নিয়ে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় নানাভাবে আলোচনা শুরু হয়েছে । ছবিটি নাসার সোশ্যাল মিডিয়া পেজে আপলোড হতেই প্রায় ঘণ্টার মধ্যে প্রচুর শেয়ারও হয়েছে । অনেকে তো ছবিটির মধ্যে ভারত-পাকিস্তানের সীমান্ত রেখাকেও খুঁজে পেয়েছে ।নাসার তোলা ছবিতে যেভাবে ধরা দিয়েছে বরফ ঢাকা হিমালয় এবং দিল্লি শহরের লাইট, তা দেখে একেবারে তাক লেগে যায় ।হিমালয়ের এই ছবি পোস্ট করে নাসার সোশ্যাল মিডিয়ায় লেখা হয়েছে, ‘মন মুগ্ধ করা হিমালয়ের সৌন্দর্য । যা কিনা আমাদের এক সদস্য তুলেছে । ‘
New Hopes New Visions
More Stories
খেলার মাঠ থেকে যুদ্ধক্ষেত্র প্রতিরোধ গড়েছে ইউক্রেন
এক নজরে বিপিন লক্ষণ রাওয়াত
এবার আইপিএলে সঞ্জীব গোয়েঙ্কা, ২০২২ এ ১০ টি দল