নিজস্ব সংবাদদাতা : আড়াই বছরের শিশু কন্যাকে খুনের অভিযোগ তার মায়ের বিরুদ্ধে। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুরের ঘটনায় চাঞ্চল্য এলাকা জুড়ে। ভগবানপুর থানার দ্বারিকাপুর গ্রামের বাসিন্দা অমর দাস। তার আড়াই বছরের শিশুকন্যা আশ্রিতা দাসের অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য দানা বেঁধেছে। পরিবারের অভিযোগ, মেয়েকে খুন করেছে তার মা সীমা দাস। ‘মেয়ের শরীর ভালো নয়, তাড়াতাড়ি এসো’, স্ত্রীর থেকে এই ফোন পেয়ে কাজের জায়গা বালিঘাই থেকে আজ সকালে এগরা শহরের দীঘা মোড়ে ছুটে যান স্বামী অমর। গিয়ে দেখেন, মৃত কন্যাকে কোলে নিয়ে বসে রয়েছে স্ত্রী। মৃত্যুর কারণ কিছু বলতে পারেনি। রাতেই মারা গেছে বলে দাবি স্ত্রীর। সঙ্গে সঙ্গে ভগবানপুর থানায় ফোন করে অমর। ভগবানপুর থানার পুলিশ অভিযুক্ত মা-কে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে । পাশাপাশি মৃত শিশু কন্যার দেহ ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠাচ্ছে। স্থানীয় সূত্রে জানা গেছে গত সোমবার থেকে বাড়ি থেকে বেরিয়ে যান অমর দাসের স্ত্রী সীমা দাস। সঙ্গে ছিল মেয়ে আশ্রিতা দাস। পরিবারের লোকজনের সন্দেহ পরকীয়ার জেরে মেয়েকে খুন করেছে মা। কোথায়, কিভাবে, কার সাহায্য নিয়ে এই কাণ্ড ঘটিয়েছে মা, তা তদন্ত করে বের করুক পুলিশ, চাইছেন পাড়া-প্রতিবেশীরাও। ময়নাতদন্তের রিপোর্ট না এলে কিছুই বলা সম্ভব নয়,মত পুলিশের। তবে, ঘটনা জানাজানি হতেই পুরো ভগবানপুর এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।
Report by নিজস্ব সংবাদদাতা
Reported on – 11/01/2021
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন