নিজস্ব সংবাদদাতা : যে সর্বনিম্ন তাপমাত্রা শনিবার সকালে ২২ ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করছিল, তা রবিবার বেড়ে তেইশের ঘরে পৌঁছেছে। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। নিম্নচাপের হাত ধরে শহরে অল্প বৃষ্টি হলেও তার জেরে তাপমাত্রা একেবারেই কমেনি ,উলটে এক ডিগ্রি বেড়ে গেল।রবিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।তবে স্বাভাবিকের থেকে বেশি হলেও খুব একটা ওঠানামা করছে না বেলার দিকের তাপমাত্রা। কলকাতা সহ দক্ষিণবঙ্গেও বৃষ্টির ছায়া রয়েছে। দেশ থেকে বিদায় নিচ্ছে মৌসুমী বায়ু। তা সত্ত্বেও রাজ্যের কয়েকটি জেলায় আজ ও আগামীকাল বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দফতর। বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হয়েছে। যার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুত্ সহ বৃষ্টির সম্ভবনা রয়েছে।অসম আর মেঘালয় , নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম ও ত্রিপুরায় প্রবল বৃষ্টির পূর্বাভাস জারি করেছে দিল্লির মৌসম বিভাগ। প্রবল বৃষ্টির সঙ্গে সঙ্গে প্রবল হাওয়া ও আঁধিরও সম্ভবনা রয়েছে। বঙ্গোপসাগরের পূর্ব ও উত্তরপূর্ব খাঁড়িতে ৪০-৫০ কিলোমিটার প্রতি ঘণ্টা গতিতে হাওয়া বয়ে যাওয়ার সম্ভবনা রয়েছে। মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নি ষেধ করা হয়েছে। মধ্যপ্রদেশে ইতিমধ্যেই ঠাণ্ডার প্রভাব শুরু হয়ে গেছে। শ্রীনগরে তাপমাত্রা ০ ডিগ্রি সেলসিয়াসের কাছে পৌঁছে যাওয়ায় সিধে উত্তর থেকে ঠাণ্ডা হাওয়া দেশের মধ্যে ঢুকে পড়ছে। দেওয়ালির পর থেকে দ্রুত ঠাণ্ডা পড়া শুরু হবে বলে মনে আবহাওয়াবিদরা।
New Hopes New Visions
More Stories
আসুন বেহালায় ,দর্শন করুন মা বৈষ্ণদেবীর মন্দির
শেষ হল রাজ্য খাদি মেলা , মেলায় বিক্রি প্রায় ৬ কোটি
খাদি মেলার শেষ রবিবারে জমজমাট ভীড় , আজ শেষ দিন