নিজস্ব সংবাদদাতা : বঙ্গোপসাগরের নিম্নচাপ সরে যেতেই দ্রুত নামছে জেলার পারদ।গড়ে ২.৫ ডিগ্রি পারদ পতন হয়েছে দক্ষিণবঙ্গের সামগ্রিক তাপমাত্রায়।বুধবার সকালে
আসানসোলের তাপমাত্রা ১৮.৩ ডিগ্রি সেলসিয়াস
বাঁকুড়ায় ১৮.৭ ডিগ্রি সেলসিয়াস
বর্ধমানে ২১.৮ ডিগ্রি সেলসিয়াস
ডায়মন্ড হারবারে ২১.৩ ডিগ্রি সেলসিয়াস
দিঘা ২০.৫ ডিগ্রি সেলসিয়াস
পানাগড় ১৬.০ ডিগ্রি সেলসিয়াস
পুরুলিয়া ১৭.০ ডিগ্রি সেলসিয়াস
শ্রীনিকেতনে ১৬.৮ ডিগ্রি সেলসিয়াস
কৃষ্ণনগরে ২০.০ ডিগ্রি সেলসিয়াস
মেদিনীপুর ২০.০ ডিগ্রি সেলসিয়াস
দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা ১০.০ ডিগ্রি সেলসিয়াস। ভারতের অন্য রাজ্যগুলির মধ্যে জম্মু-কাশ্মীর, শ্রীনগরে তাপমাত্রা ০.৯ ডিগ্রি সেলসিয়াস।লুধিয়ানা, পাঞ্জাব পুনে ও দেরাদুনের তাপমাত্রা ১৩ ডিগ্রির আশেপাশে থাকছে। হিমাচল প্রদেশের লাহুল-স্পিতিতে তুষারপাত শুরু হয়েছে। কাইলং অঞ্চলে তুষারপাতের কারণে, বরফের চাদর জমি থেকে প্রায় 8 ইঞ্চি বেড়েছে। উঁচু পর্বতমালা ও হিল স্টেশনগুলি আরও সুন্দর দেখাতে শুরু করেছে। দিল্লির তাপমাত্রা গত ২৬ বছরের রেকর্ড ভেঙে দিয়েছে। ২৯ অক্টোবর দিল্লি সর্বনিম্ন তাপমাত্রা ১২.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল , যা ১৯৯৪ সালের পর থেকে অক্টোবরের সর্বনিম্ন তাপমাত্রা।
New Hopes New Visions
More Stories
শুকনার অরণ্যে চলছে ” অরণ্য ফিরিয়ে দাও “
সাংস্কৃতিক অনুষ্ঠান ,ক্রেতাদের ভীড় : জমজমাট বাঁকুড়া খাদি মেলা
বাঁকুড়ায় জমে উঠেছে খাদি মেলা